গন্তব্য ছিল মালদা। জেলা পুলিশের আয়োজনে ম্যারাথনে যোগ দিতে সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ไহাওড়া স্টেশন থেকে ট্রেনেই মালদহের 🅘উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী। গৌর এক্সপ্রেস করেই সেখানে পৌঁছোন তিনি। ইতিমধ্যেই ট্রেনের কামরা থেকেই শুভশ্রীর ভিডিয়ো সামনে এসেছে।
একটি ভিডিয়োতে তাঁকে জানালার সামনে চায়ের কাপ হাতে নিয়ে চলতি ট্রেনের বাইরে মনোরম দৃশ্য উপভোগ করতে দেখা যাচ্ছে। আরও একটি ভিডিয়োতে সহ-যাত্রীর খুদে শিশুকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় অভিনেত্রীকে। শুভশ্রী প্রথমে তাকে শিশুকন্যা ভেবে ভুল করেছিলেন, প্রশ্ন করেন, ‘গার্ল তো?’ উত্তর এল ‘বয়’। এরপরই শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘ও ইউ আর অ্যা বয়, আই থিঙ্ক ইউ গার্ল…।’ আসলে কাজল ও টিপ পরা শিশুটিকে দেখেই বুঝতে হয়তবা ভুল করেছিলেন অভিনেত্🍌রী। খুদেকে আদর করতেও দেখা যায় শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো। প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে শুভশ্রীও দুই ছেলে-মেয়ের মা। অভিনেত্রী বারব🍰ারই বলে থাকেন, শিশুদের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই ভিডিয়ো দেখে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এদিন জিন্স, টিশার্টের উপরে একটা স্কার্ফ জড়িয়ে সাধারণ ছিমছাম পোশাকেই মালদা রওনা হয়েছিলেন অভিনেত্রী। তাঁর হাওড়া থেকে যাওয়ার পথে তাঁর মুখ ছিল মাস্কে ঢাকা। পুলিশি ঘেরাটোপেই সেখানে পৌঁছোন অভিনেত্রী। তবে কিছু লোকজন এখানেও অভিনেত্রীকে ট্রোল করতে ছাড়েননি। একজন লেখেন, ‘একে দেখেন, প্রধানমন্ত্রীর থেকেও বেশি নিরাপত্তা।' কারোর মন্তব্য, ‘একে🌺 দেখা হাসি পাচ্ছে, অরিজিৎ সিং, এড শেরানেরও বডিগার্ড লাগে না, এদের লাগে।’
‘মালদা পৌঁছলো লেডি সুপারস্টার’ ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেটা দেখে একজন লেখেন, 'কীসের সুপারস্টার?' সুপারস্টার মানেই সুপারস্টারডম, হাতে গোনা কটা সিনেমা করেই সুপারস্টার হয়না'। কারোর দাবি, ‘লেডি সুপারস্টার? (হাসির ইমোজি)�🎀� মানে কিছু ভেবে চিন্তে বোলো ভাই-বোনেরা.... সুপারস্টার কাকে বলে জানো? সুচিত্রা সেন, অপর্ণা সেন ছিলেন যুগের সুপারস্টার।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গ🧸ত, মালদা পুলিশের ম্য়ারাথ🌱নের অনুষ্ঠান থেকেও নানান ভিডিয়ো উঠে এসেছে।
এদিকে কাজের ক্ষেত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবিতে। খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে 'বিনোদিনী' হিসাবেಌ🔥 দেখা যাবে অভিনেত্রীকে।