বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সুপ্রিম করতে তরফে উত্তর প্রদেশ সরকারকে নোটিশ পাঠানো হয়েছে গাজিয়াবাদের ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী করা বলিউডের জনপ্রিয় পরিচালক এবং কোরিওগ্রাফারের নামে করা লোক ঠাকনোর কেসের জন্য। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এদিন উত্তর প্রদেশের রাজ্য সরকার এবং উক্ত ব্যাবসায়ীর প্রতিক্রিয়া জানতে চেয়েছে। একই সঙ্গে নির্দেশ দিয়েছে যাতে নোটিশগুলো তাঁদের হাতেই দেওয়া হয়। এই বিষয়েꦚ বলে রাখা ভালো, এই কেসটি ২০১৬ সালের। সেই বছরই রেমোর নামে FIR দায়ের করেন এই গাজিয়াবাদের ব্যবসায়ী।
এই FIR এ সত্যেন্দ্র ত্যাগী জন্য যে রেমো ডিসুজা তাঁর থেকে ৫ কোটি💦 টাকার বিনিয়োগ চেয়েছিলেন তাঁর ছবি অমর মাস্ট ডাইয়ের জন্য। একই সঙ্গে সেই ব্যবসায়ীকে তিনি এটা বুঝিয়েছিলেন যে ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁর বিনিয়োগ করা টাকার ডাবল পরিমাণ অর্থ তিনি ফেরত পাবেন। কিন্তু সেই দেওয়া কথা নাকি রাখেননি রেমো। এরপরই তিনি ঠকানোর জন্য ভারতীয় দণ্ডবিধির ৪২০, বিশ্বাস ভাঙার জন্য ৪০৬, জোর করে টাকা আদায়ের জন্য ৩৮৬ ধারায় FIR 🎃করেন। শুধু তাই নয়, সত্যেন্দ্র এও দাবি করেন যে তিনি রেমোর থেকে টাকা ফেরত চাইলে তিনি সোজাসাপ্টা ডনের হুমকি দেন।
২০২০ সালে এই ক🥃েসটি গাজিয়াবাদের অ্যাডিশনাল চিফ জাস্টিস ম্যাজিস্ট্রেটের কাছে যায়। তারপরই রেমো ডিসুজা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। এবং সেই কেসের সমস্ত কাজের উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জা🅘নান। যদিও ২০২৩ সালের ২৩ অগস্ট রেমোর সেই আবেদন খারিজ করে দেয় কোর্ট। রেমো উক্ত কেসের চার্জশিটকে চ্যালেঞ্জ না করায় তাঁকে স্বস্তি দিতে পারেনি কোর্ট।
আরও পড়ুন: ভারতজুড়ে ১৫ কোটি আয় বহুরূপীর! বর্তমানে কোথায় দাঁড়িয়ে টেক্কার আয়⛦, জানালেন সৃজিত
এরপর সুপ্রিম কোর্টে আবে𒁃দন করেন রেমো এবং সেটি গৃহীত হয়। এরপরই উত্তর প্রদ🥂েশ সরকার এবং সত্যেন্দ্র ত্যাগীকে নোটিশ পাঠানো হয় শীর্ষ আদালতের তরফে।