আজকাল সমস্ত সরকারি নথিতে পুরুষ, মহিলা ছাড়াও আরও একটি অপশন থাকে, ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ। লক্ষ্য করেছেন? কার লড়াইয়ের ফসল এই সংযোজন আজ অনেকেই জানেন। তবুও বলি তাঁর নাম শ্রীগৌরী সাওয়ান্ত। তাঁরই লড়াই, তৃতীয় লিঙ্গের মানুষদের হয়ে কথা বলা সবটাই তꦺুলে ধরা হবে ‘তালি’ ওয়েব সিরিজে। সম্প্রতি মুক্তি পেল এই ওয়েব সিরিজের ট্রেলার। নাম ভূমিকায় অভিনয় করবেন সুস্মিতা সেন।
সোমবার, ৭ অগস্ট অভিনেত্রী সুস্মিতা সেন এবং এই ছবির নির্মাতারা ‘তালি’র ট্রেলার প্রকাশ্যে আনেন। ট্রে🌟লারের শুরুতেই সুস্মিতাকে বলতে শোনা যায়, 'নমস্কার আমি গৌরী। এই গল্প আমার মতো আরও অনেকেরই। কারণ এই গৌরীও কখনও গণেশ ছিল।'
এরপরই পর্দায় একে একে ফুটে ওঠে গণেশ থেকে গৌরী এবং একজন মা হওয়ার লড়াইয়ের গল্প। গণেশ চাইত সে বড় হয়ে মা হবে। কিন্তু তাকে খুব ছোটতেই বুঝিয়ে দেওয়া হয় পুরুষরা মা হয় না। তার 𓄧ইচ্ছেকে সেখানেই দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দেওয়া হয় শাস্তিও। তবুও দমে যায়নি সে। একটু একটু করে মন থেকে, শরীর থেকে মেয়ে হয়ে ওঠে গণেশ। তার পরিচয় ঘটে তৃতীয় লিঙ্গের একটি দলের সঙ্গে। তাঁদের সঙ্গে নাচ, গান, পুজোয় মেতে ওঠে কিশোর গণেশ। সেখান থেকেই শুরু হয় তাঁর লড়াই। অস্ত্রোপচার করে মনের পাশাপাশি শরীরের দিক থেকেও গণেশ পুরোপুরি গৌরী হয়ে ওঠে। তারপর শুরু হয়ে তাঁর আরও একটি সামাজিক লড়াই।
আরও পড়ুন: মিস ইউনিভার্স হওয়ার ২৯ বছౠর! কোন কথা ভেবে এখনও চোখে জল আসে সুস্মিত🌄ার
গৌরী ওরফে সুস্মিতা সেন বলে ওঠেন, 'এখানে কুকুরদের নিরাপত্তা আছে কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের নেই। আপনাদের মধ্যে থাকা আমাদের জন্য ভয়ের।' পিটিশন দাখিল করে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার পেয়ে দেওয়া, নিজের পরিচিতি গড়ে তোলার পাশাপাশি একজন মা হওয়ার গল্প দেখাল ‘তালি’𒁏র ট্রেলার। আরও একবার মনে করাল মা হওয়া কেবল 'একটা অনুভূতি'।
এই ট্রেলার শেয়ার করে গৌরী𒐪 ওরফে সুস্মিতা সেন লেখেন, 'গৌরী এসে গেল নিজের অভিমান, সম্মান আর স্বতন্ত্রতা বজায় রাখার জন্য। তালি বাজাব না, অন্𝓀যদের দিয়ে বাজাব।' আগামী ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে এই সিরিজ।
ট্রেলার মুক্তি পাওয়ার পরেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এই ছবিতে। এক ব্যক্তি ল🎶েখেন, 'আগুন জ্বালিয়ে দিলেন। অন্যান্য অভিনেত্রীদের করা একঘেঁয়ে চরিত্রের বদলে এরকম কিছু করার জন্য সাহস লাগে।' আরেক ভক্ত লেখেন, 'দুর্দান্ত! অনবদ্য লাগল।'