অভিনেত্রী হিসেবে নিজেদের সবথেকে বড় ভয়ের কথা এবার প্রকাশ্যেই স্বীকার করে নিলেন তাপসী পান্নু এবং রবিনা ট্যান্ডন। যে ছবিতে অভিনয় করছেন তাঁরা, সেই ছবির পরিচালকের চিন্তাভাবনা না বুঝতে পারলে যে তাঁদের সমূহ বিপদ সেকথাই লুকোছাপা না করেই জানালেন এই দুই জনপ্রিয় বলি-অভিনেত্রী। স্ౠপষ্ট, কাটা-কাটা ভাষায় এই দুই অভিনেত্রীই জানিয়েছেন বিস্তর সমালোচনা কুড়িয়ে এইসব পরিচালকদের 'কনফিউশন' এর খেসারত দিতে হয় অভিনেতাদের। তাঁদের দাবি, পর্দায় তাঁর অভিনীত চরিত্রটিকে কীভাবে পেশ করা হবে আদতে তা ঠিক করেন একজন পরিচালক। অভিনেতাদের হাত থাকে না। তাই পরিচালকের যদি ছবি তৈরি নিয়ে হাজারো দ্বিধা কাজ করে তার প্রভাব পড়তে বাধ্য ছবিতে। ওদিকে দর্শকের সমালোচনার শিকার হতে হয় স্রেফ অভিনেতাদের।
জনপ্রিয় ফিল্ম সমালোচক রাজীব মসান্দ-এর জনপ্রিয় শো ' দ্য অ্যাক্টর্স রাউন্ড টেবিল ২০২১'-এ হাজির হয়েছিলেন তাপসী এবং রবিনা। সেখানেই ছবি নিয়ে আলোচনার ফাঁকে পরিচালক প্রসঙ্গে এহেন মন্তব্য করেন এই দুই অভিনেত্রী। তাপসীর কথায়, 'এমনও হয়েছে শ্যুটিং সেটে গিয়ে দেখছি যেভাবে আমার অভিনীত চরিত্রের সমন্ধে বলা হয়েছিল সেসবের ছিটেফোঁটা পর্যন্ত নেই। পরিচালক জানালেন তিনি নতুন 🐬করে ভেবেছেন সেই পরিস্থিতে চরিত্রটি কী কী করবে, তাঁর ব্যবহার কেমন হবে। অথচ সেসবের বিঙডুবিসর্গ আমি আগে থেকে জানি না। আমাকে বলা হলো যেমন বলা হচ্ছে তেমনভাবেই যেন করা হয়। অথচ আগে থেকে জানলে প্রস্তুতি নিয়ে আসতে পারতাম। নতুনভাবে। তার কোনও সুযোগই পেলাম না। তখনই ঠিক ভয়টা লাগে। কারণ আমি বুঝতেই পারছি না এই চরিত্রটির জন্য তাহলে অভিনয়টা ঠিক কেমন অভিনয় করব? এভাবে নাকি অভাবে? সে প্রশ্ন জিজ্ঞেস করলে জবাব পেয়েছি, স্বভাবেই করো। যেটা ভালো লাগবে শেষপর্যন্ত সেটাই ছবিতে রেখে দেব! বুঝুন!'
তাপসীর একথায় সম্পূর্ণ সহমত জানিয়েছেন রবিনা। তাঁর কথায়, 'আর এইসব পরিচালকের খামখেয়ালিপনার মূল্য চোকাতে হয় অভিনেতা-অভিনেত্রীদ🐎ের। দর্শক তো স্রেফ ছবিটি দেখে বিচার করেন। আমাদের অভিনয় দেখে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তাঁরা কী করে জানবেন যে আমাদের সেইসব অভিনয়ের জন্য আদতে দায়ী ক🐎ে?'