বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। নেটমাধ্যমে মনের কথা মন খুলে বলতে বরাবরই অকুতোভয় তিনি। এর জেরে বহুবার ট্রোলের মুখেও পড়তে হয় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। কিন্তু তাতে তাঁর বয়েই গেল! সম্প্রতি চর্চায় তসলিমার একটি ফেসবুক পোস্ট। সেখানে বাংলাদেশি লেখিকা জানালেন শুধুমাত্র মুসলিম হওয়ার জেরেই তাঁকে পুরীর জগন্নাথ মন্দির ঢুকতে দেওয়া হয়নি। অথচ কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে একদম ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী থাকেন তিনি। আরও পড়ুন-বহু বাংলাদেশি প্যালেস্তিনীয়দের জন্য কাঁদছে𝓡ন, আমি বলব, দেশের সংখ্যালঘুদের জন্যও একটু কাঁদুন: তসলিমা
আরও পড়ুন-‘সন্তান জীবনের সব নয়, ভালো মা যে কোনও মেয়ে হত💧ে পারে', পরীমনিকে উপদেশ তসলিমার
ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, ‘পুরীর জগন্নাথ মন্দিরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি হিন্দু নই বলে🗹। এর পর কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে একেবারে কালী মূর্তি যে ঘরে সে ঘরে আমাকে সসম্মানে ঢোকানো হয়েছিল।' তসলিমার এই পোস্ট নিয়ে হইচই চরমে। ফেসবুকের কমেন্ট বক্সে একজন লেখেন, 'জগন্নাথ মন্দির ঠিক কাজটি করেছে। কারণ সৃষ💙্টিকর্তা বলেছেন যার যার ধর্ম তার তার।' অপর এক নেটিজেন লেখেন, ‘পুরীর মন্দির কর্তৃপক্ষ মারাত্মক কট্টরপন্থী। ইদানিং কর্তৃপক্ষ নাকি মডার্ন ড্রেস পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কর্নাটকের শবরীমালা মন্দির কর্তৃপক্ষ আরও কট্টরপন্থী। সেখানে তো ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিষেধ।’ আরেক জনৈক লেখিকাকে খোঁচা দিয়ে লেখেন- ‘আমরা জানি,আপনি কোনও ধর্মের বিশ্বাসী নন ।তাহলে মন্দিরে গেলেন কেন?’
এইসব প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি তসলিমা। তিনি আরও লেখেন-'শুধু তাই নয়, কালীকে পরানো লাল বে꧒নারসি শাড়িটি ෴আমাকে উপহার দেওয়া হয়েছিল। সুগন্ধ লেগে ছিল শাড়িতে। শাড়িটি আমার এক কালী ভক্ত বৌদিকে দিয়ে দিয়েছিলাম। তিনি যে কী খুশি হয়েছিলেন!’
হ্যাঁ, দক্ষিণেশ্বরের কালী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন তসলিমা, মায়ের পরা শাড়িও উপহার পেয়েছিলেন। সমালোচনা-কটাক্ষ নিয়ে কোনওদিই পরোয়া করেন না তসলিমা নাসরিন। তবে মাঝেমধ্যে মনের কথা ফেসবুকের দেওয়ালে শেয়ার করে নেন। তাঁর কথায়, ‘কত জায়গায় যে আমার প্রবেশ নিষিদ্ধ, কোথাও আবার আমি গর্ভগৃহে আমন্ত্রিত। জীবনে কত রকম ভাল মন্দ জোয়ার ভাটা দেখেছি। জ্যাক দারিদা বড়🌼 পুরস্কার দিচ্ছেন, ওদিকে কুড়োলের কোপ মেরে সুস্থ মানুষের পা কেটে ফেললো অর্থলোভী ক্রিমিনাল। জীবনে সম্মান যেমন পেয়েছি, অসম্মানও পেয়েছি কম নয়।’