‘হিন্দি বিতর্কে’ উত্তাল বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। হিন্দি রাষ্ট্রভাষা কি না, তা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগন আর কানাড়া অভিনেতা কিচ্চা সুদীপ। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার। দুই ইন্ডাস্ট্রির মধ্যেই এই রকমꦯ বিভাজন মোটেই ভালো লাগছে না অভিনেতার।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎ🌸কারে এ বিষয় অভিনেতা জানিয়েছেন, ‘এই ভাগাভাগি আমার অপছন্দের। কেউ যখন দক্ষি🅘ণী ইন্ডাস্ট্রি বা উত্তরের ইন্ডাস্ট্রি বলে, আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় আমরা একটাই ইন্ডাস্ট্রি। আমাদের বুঝতে হবে, এই ভাবেই ব্রিটিশরা এসে আমাদের ভাগ করে দিয়ে গিয়েছিল। কিন্তু, আমরা তা থেকে শিক্ষা নিইনি। আমরা এখনও বুঝতে পারছি না। যে দিন বুঝতে শিখব যে আমরা সকলে একই ইন্ডাস্ট্রির অংশ, সে দিন অনেক ভালো কাজ করতে পারব।’
তিনি আরও বলেন, 'এই 'প্যান-ইন্ডিয়া' ফিল্ম শব্দটি আমার বোঝার বাইরে। সব ছবির সাফল্যের মুখ দেখতে চাই।' আরও পড়ুন: Ajay Devgn: হিন্দি বিতর্ক? 🔯‘RRR’-এর নতুন ট্রেলারে নেই অজয় দেবগণের নাম
হিন্দি ছাড়া অন্যান্য ভাষার অনেক ছবি ভারত জুড়ে প্রচুর ব্যবসা করেছে। এর মধ্যে রয়েছে ‘KGF চ্যাপ্টার ২’, ‘RRR’ এবং ‘পুষ্প দ্য রাইস’। এরপরই, অভিনেতা অজয় দেবগণ কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের হ🐻িন্দি এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ভাষা সম্পর্কে মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইট করেছেন। দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ, ‘কেজিএফ ২’-এর ব্যাপক সাফল্যের পর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘হিন্দি আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নেই’। সুদীপের এই কথা হজম করতে পারেননি বলিউডের 'সিংহম'।