বৃহস্পতিবার সকাল থেকে একটি মৃত্যুর খবর দেখে বুকটা ছ্যাঁৎ করে উঠেছিল নেট-নাগরিকদের। আর তা হল প্রꦗয়াত হয়েছেন শঙ্কর চক্রবর্তী। ২০২২ সালের ৩১ অক্টোবর অভিনেতা হারিয়েছিলেন স্ত্রীকে। স্বভাবতই এমন খবরে আঁতকে ওঠারই তো কথা!
নিজের মুখেই একাধিকবার একাকীত্বের কথা বলেছিলেন শঙ্কর চক্রবর্তী। স্ত্রী চলে গিয়ে একা হয়ে গিয়েছেন, বলতেন সবসময়। একমাত্র মেয়ে থাকে মুম্বইতে। যদিও এই মৃত্যুর খবর পু🎉রোটাই ভুয়ো। সংবাদমাধ্যমকে জানালেন, ‘দিব্যি আছি।’
আরও পড়ুন: চ⛦োখে অপরাশেনের পর সব ঠিক আছে তো শাহরুখের সঙ্গে? খুললেন না কালো সানগ্লাস
শঙ্কর চক্রবর্তী আনন্দবাজারকে জানান, ‘দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল’! এরপর খানিকটা রোষ উগড়ে দিয়ে বলেন, তাঁর কথাকে বিকৃত করে তা ছড়ানো হচ্ছে। হয়তো বলেছেন, ‘বড় ফ্ল্যাটের বদলে, এখন একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হত’, আর তাতে ছড়ানো হচ্ছে, ‘ফ্ল্যাট ব☂ꦚিক্রি করে দিতে চান’। এখানেই শেষ নয়, মেয়ে মুম্বইতে থাকে সেটিকে বিকৃত করে লেখা হচ্ছে, ‘বাবা-মেয়ের বনিবনা নেই’। সেখানে এই মৃত্যুর ভুয়ো গুজবটাই বাকি ছিল।
আরও পড়ুন: কথা-উড়ানের বাজিতে কুপোকাত হল শুভ বিবাহ, টিআღরপি টপার নℱিম ফুলের মধু নাকি ফুলকি
১২ মার্চ, ৩৪তম বিবাহবার্ষিকী ছিল শঙ্কর এবং সোনালির। সোশ্যাল মিডিয়ার পাতায় সেদিন সোনালির সঙ্গে পুরনো ছ🍬বি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে… আজ আমাদের ৩৪তম বিবাহবার্ষিকী, যেখানে আছো খুব ভালো থেকো আবার দেখা হবে’। মৃত্যুর সময়ে সোনালির বয়স হয়েছিল ৫৯ বছর। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও এক সময়ে চুটিয়ে কাজ করেছিলেন অভিনেত্রী। নব্বইয়ের দশকের একাধিক বাংলা ছবিতে অভিনয় করার পরও, ২০০২ সালে ‘হার জিৎ’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল সোনালিকে।
আরও পড়ুন: ♑‘সব ঠিক…’, 𝔍১৭ দিন ঘরছাড়া, অভিষেক বচ্চনকে ডিভোর্সের গুঞ্জনের মাঝে মুম্বই ফিরে কী বললেন ঐশ্বর্য?
২০২২ সালে ফেরার দেশে চলে যান অভিনেত্রী তথা শঙ্কর চক্রবর্তীর সহধর্মিনী সোনালি চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে 🐭ভুগছিলেন। সেই সময়টা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটে তাঁর। যা নিয়ে শঙ্কর জানিয়েছিলেন, , 'ও চলে যাওয়ার পর কীরকম একটা হল যেন। ঘুম থেকে দেরি করে উঠতাম। কাজ না থাকলে উঠতাম না। ১০টা অবধি ঘুমাতাম। খাওয়া দাওয়ার কোনও ঠিক ছিল না। মদ্যপান বাড়িয়ে দিয়েছিলাম।'