সদ্যই মুক্তি পেয়েছে টাইগার ৩। প্রায় ৬ বছর পর আবারও টাইগার হয়ে বড় পর্দায় ফিরে এলেন সলমন খান। সঙ্গে আছেন জোয়া ওরফে ক্যাটরিনা কাইফও। এই ছবিতে রয়েছে শাহরুখ খান ওরফে পাঠান এর ক্যামিও ঠিক যেমনটা চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া পাঠান ছবিতে টাইগারের ক্যামিও দেখা গিয়েছিল তেমনই। বন্ধুকে সাহায্য করতে এখানে পর্দায় ধরা দিয়েছেন কিং খান। আর তারপরই, এই ছবির মুক্তি পাওয়ার পর থেকেই তরজা শুরু হয়েছে যে সেরা কে পাঠান নাকি সলমন। শাহরুখ ভক্তরা পাঠান এর পক্ষে আর সলমন ভক্তরা টাইগার এর পক্ষে। আর এই তর্ক বিতর্ক গড়িয়েছে টুইটারেও। ফলে সেখানে সব মজাদার হ্যাশট্যাগ দেখা যাচ্ছে ট্র🍸েন্ডিংয়ে। প্রসঙ্গত দুটি ছবিই যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ।
টাইগার ভার্সেস পাঠান ট্রেন্ডিং
১২ নভেম্বর মুক্তি পেয়েছে টাইগার ভার্সেস পাঠান। এই ছবি আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে যে কে সেরা টাইগার নাকি পাঠান। এখন টুইটারে ট্রেন্ড করছে অদ্ভুত সব হ্যাশটܫ্যাগ। কোথাও লেখা হচ্ছে 'টাইগার কা বাপ পাঠান' কোথাও আবার লেখা আছে, 'পাঠান কা বাপ টাইগার।' কোথাও তো আরও ভয়ঙ্কর সব হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, 'মন্নত কা লেবর সলমন', কেউ আবার 'সাল্লু কা মত শাহরুখ' লিখে রেখেছেন।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনꦰালে থাকছে বেকহ্যাম, রজনী, সলমন, আমির সহ তারಞকার মেলা
আরও পড়ুন: KIFF-এর গুরুদায়িত্ব এবার প্রসেনজিতের কাঁধে, 'দ🌜িদি'র আমন্ত্রণে অতিথি হিসেবে আসছেন শাহরুখ-সলমনও
এসব ট্রেন্ডিং হ্যাশট༺্যাগ দেখে যেমন কেউ কেউ চমকে উঠেছেন, কেউ আবার মজা পাচ্ছেন। এক ব্যক্তি এটির স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'ভারতীয় সিনেমার টুইটার!'