অবশেষে মুক্তি পেল ‘বিক্রম বেদা’র প্রথম গান ‘অ্যালকোহলিয়া’। হৃতিক রোশন এবং সইফ আলি খান অভিনীত আসন্ন গ্যাংস্টার ড্রামা ‘বিক্রম বেদা’। শনিবার জমকালো আয়োজনে মুক্তি পায় ছবির প্রথম গান। হৃতিক নিজের দ🍌ক্ষ নাচের প্রতিভাকে ফের একবার মেলে ধরেছেন নতুন গানে।
গানের শুরুতেই বেদা (হৃতিক রোশন)-কে তাঁর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বোতল হাতে উদযাপনে সামিল হতে দেখা যায়। গানের তালে তালে উদ্দাম নেচেছেন বলিউডের গ্রীক গড। ‘অ্যালকোহলিয়া’ গানের শব্দ লিখেছেন মনোজ মুনতাশির এবং সুর করেছেন বিশাল ও শেখর। তবে রয়েছে আরও বড় চমক। এই গানে গলা দিয়েছেন দুই বাঙালি গায়ক তথা উঠতি প্রতিভা স্নিগ্ধাজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। আরও পড়ুন: ‘জন্মভূমি’ থেকে ‘এক আকাশের নীচে’, এভারগ্রিন এই শোগুলি এখনও ভোলেননি বাঙালিরা
দেখুন ‘অ্যালকোহলিয়া’ গান-
গানটি মুক্তির পর পরই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে। তবে এই গানে বাড়তি পাওয়া বাংলা দুই গায়ক স্নিগ্ধাজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তীর কণ্ঠ।
শনিবার অভিনয় উপায় গানটি লঞ্চ করেন ছবির নির্মাতার। 'প্রথম এই ধরনের' লঞ্চ হয়েছেে বলে দাবি করেছেন ‘বিক্রম বেদা’র নির্মাতারা। হৃতিকের মুম্বইয়ে গান লঞ্চ করার সময়, প্রেস এবং ভক্তরা ভারত জুড়ে অন্যান্য ১৪টি শহরে বড় পর্দায় লঞ্চটি সরাসরি প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে রয়েছে লখনউ, পাটনা, ইন্দোর, সুরাট, নাগপুর, জলন্ধর, চণ্ডীগড়, যোধপুর, নয়ডা, নাসিক, বারাণসী, রাঁচি, ঔরঙ্গবাদ এবং দিল্লি। আরও পড়ুন: ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব ছিল রূপঙ্করের হাতে! বড়সড় সিদ্ধান্ত নেন গায়ক
তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। তামিল হিট 'বিক্রম বেদা'তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। তামিল ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। আরও পড়ুন: অগ্নিদগ্ধ মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনি, এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত নন কৌতুক অভিনেতা
এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার 🀅বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। সব কিছু ঠিক থাকলে ২ꦚ০২২ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।