‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর থেকেই টক অফ দ্য় টাউন বিক্রান্ত মাসে। ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন বিক্রান্ত। ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই চরিত্রে অভিনয় করার আগে প্রস্তুতি নিতে কিছু কম কাঠখড় পোহাতে হয়নি বিক্রান্তকে। সম্প্রতি GQ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স🐻েই কঠিন সত্যিই প্রকাশ্যে এনেছেন অভিনেতা বিক্রান্ত মাসে।
বিক্রাꦆন্তের কথায়,'বিধু বিনোদ চোপড়া একজন পারফেকশনিস্ট।'তিনি ৩৬ বছর বয়সী একজন অভিনেতা, যিনি ১৯ বছর বয়সী UPSC প্রার্থীর চরিত্রে অভিনয় করেছেন। আর তাই পরিচালক তাঁকে ওজন কমাতে 🅷এবং কম বয়সী দেখানোর জন্য ত্বককে কালো করার কথা বলেছিলেন।
বিক্রান্ত বলেন, আমি প্রায় দেড় বছর ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছি। শুটিংয়ের আগে তিন মাস ওয়ার্ꦍকশপ করেছি, এবং চিত্রনাট্য পড়া এবং প্রস্তুতি নেওয়া চলছিল। আমায় ওজন কমাতে এবং ত্বক ট্যান🌳 করতে হয়েছিল। এদিকে ট্যানিং করতে গিয়ে আমার চামড়াটাই আসলে পুড়ে গিয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে শুটিংই হয়ত কয়েক সপ্তাহর জন্য পিছিয়ে দিতে হবে।'
বিক্রান্ত বলেন, যখন তিনি পরিচালক বিধু বিনোদ চোপড়াকে চামড়া পুড়ে যাওয়ার কথা বলেছিলেন। পরিচালক তাঁকে বলেন, ‘এটা আসলে শাপে বর হ🎃য়েছে’। এর ফলে আর কোনও মেকআপের প্রয়োজন পড়ূবে না। পরিচালক তাঁকে বলেছিলেন, চরিত্রের জন্য তাঁকে আরও রুক্ষ💯্ম হতে হবে, এটাই আসলে প্রয়োজন ছিল।
এদিকে 12th Fail-এর অভাবনীয় সাফল্যের পর এখন বলিউডের ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছেন বিক্রান্ত মাসে। বিধু বিনোদ চোপড়ার ছবির নাম যতই ‘টুয়েলভথ ফেল’ হোক না কেন বক্স অফিসে কিন্তু দুর্দান্ত রেজাল্টের সঙ্গে পাশ করেছে ছবিটি। আর এই ছবির সাফল্যের পর বিক্রান্তের কাজের ঝুলিটা এখন বেশি ভারী। খুব শীঘ্রই ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিক্রান্তকে। সম্প্রতি সেই ছবির টিজার ভিডিয়ো💝তে নিউজ অ্যাঙ্কর 'সমর কুমার'-এর চরিত্রে দেখাও গিয়েছে বিক্রান্তকে ।
এদিকে আবার রাজু হিরানির সঙ্গেও একটা OTT প্রকল🦩্পে কাজ করতে চলেছেন বিক্রান্ত। বিক্রান্তকে শীঘ্রই হাসিন দিলরুবার দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে, যার শিরোনাম ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ২০২৪ সালে মুক্তি পাবে এটি।