ꦗ ২০২২ সালে আলি শেঠি এবং শেয় গিলের গাওয়া পাসুরি গানটি রীতিমত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। দারুণ ভাইরাল হয়েছিল। এরপর ২০২৩ সালে এই গানটির রিমেক অরিজিৎ সিংয়ের কণ্ঠে ব্যবহৃত হয় কার্তিকের সত্য প্রেম কী কথা ছবিতে। এবার সেই গান গেয়ে তাক লাগালেন এই যুবক! কী ঘটিয়েছেন তিনি?
আরও পড়ুন : 🎉রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা - সৌমিতৃষা?
আরও পড়ুন : 🌳'এটা কি আচরণ?' ডিভোর্সের শুনানিতে ঢুকতে গিয়েই মেজাজ হারালেন ধনশ্রী! কার উপর চেঁচিয়ে উঠলেন যুজির প্রাক্তন?
পাসুরির নতুন ভাইরাল ভিডিয়ো
💎এদিন লা মিউজিকা নামক একটি পেজের তরফে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে শিবাং উপাধ্যায় নামক এক ব্যক্তি পাসুরি গানটি ১১ জন শিল্পীর কণ্ঠ অনুকরণ করে গাইছেন তাও মাত্র ৫০ সেকেন্ডে!
আরও পড়ুন : 🥃'আরেকটা গানের ওপারে হতে চলেছে চিরসখা', দাবি দুলাল লাহিড়ির! সুদীপের প্রশংসায় কী লিখলেন অভিনেতা?
෴কে কে আছেন এই ১১ শিল্পীর মধ্যে? অবশ্যই অরিজিৎ সিং অর্থাৎ যাঁর কন্ঠে পাসুরি গানটি সত্য প্রেম কী কথা ছবিতে ব্যবহৃত হয়েছিল। এছাড়া সোনু নিগম, বিশাল মিশ্র, কৈলাশ খের থেকে শুরু করে প্রয়াত গায়ক কেকে সকলেই আছেন। বাদ যাননি জুবিন নটিয়াল, বি প্রাক, পাপন, জাভেদ আলি, প্রমুখ।
কে কী বলছেন?
✅ইতিমধ্যে এই ভিডিয়োটি কয়েক লাখ বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে বহুবার। যদিও কেউ কেউ দাবি করেছেন এত নিখুঁত ভাবে নাকি ১১ জনের কণ্ঠে গাওয়া অসম্ভব। তাই তাঁদের দাবি শিবাং নাকি AI এর সাহায্য নিচ্ছেন। এক ব্যক্তি লেখেন, ' উনি তো একাই বলিউডের সমস্ত গায়কদের বাজার শেষ করে দেবেন।' কেউ আবার লেখেন, 'কী নির্ভুল আর সুন্দর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারেই নিখুঁত। খুব ভালো লাগল।'
আরও পড়ুন : ♊IPL -এর আগেই কেকেআরের ড্রেসিংরুমে ঢুকে চাবি হাতাচ্ছেন তৃণা! ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়তেই কী বললেন?
আরও পড়ুন : ♒প্রেরণা নয়, অনুরাগের ছোঁয়া - খ্যাত অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন 'ইনফ্লুয়েন্সার' সৈকত! কে তিনি?