২০১৯ সালের একটি মামলায় রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে গুজরাতের একটি আদালত। খারিজ হয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ। আর এরপরই ‘ভাইয়ের প্রতি অবিচার হয়েছে’ এমন দাবিতে সম্প্রতি দিল্লির রাজঘাটে সংকল্প সত্যগ্রহ-র জনসভায় গর্জে ওঠেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। আদালতের নির্দেশের বিরুদ্ধে সরব বন প্রিয়াঙ্কা। আ। এরপরই প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁর বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন 'দ্যা কাশ্মীর ফাইলস' পরিচ♕ালক বিবেক অগ্নোহোত্রী।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বিজেপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে। আমি জানতে চাই রামচন্দ্র কে ছিলেন? রামচন্দ্রকে বনবাসে পাঠানো হয়। রামচন্দ্র পরিবারের প্রতি কর্তব্য পালন করেন꧃। আমি জানতে চাই তিনি কি পরিবারতন্ত্রী ছিলেন? পাণ্ডবেরা কি পরিবারতন্ত্রী ছিলেন?' প্রিয়াঙ্কা আরও বলেন আমার পরিবারের রক্তে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের গণতন্ত্রের জন্য আমরা সব করতে প্রস্তুত। আমাদের পরিবারকে অনেক অপমান করা হয়েছে। আমরা চুপ ছিলাম কিন্তু আর নয়।’
প্রিয়াঙ্কা গান্ধীর কথায় এতবার পরিবার শব্দ উঠে 🔜আসায় বেজায় বিরক্ত হন বিবেক অগ্নিহোত্রী। বিবেক লেখেন, ‘পরিবার… পরিবার… পরিবার… । আপনারা করছে টা কি? পরিবারের প্রতি এতই যদি নকল ভালোবাসা তাহলে আমি বলব গান্ধীরা করণ জোহরের ছবিতে অভিনয় করতে পারেন। অন্তত, পারিবারতন্ত্রকে বজায় রাখতে পারবেন। কে-ই বা জানে এরাঁ করণ জোহরকে নিয়েই ডুববেন।’ প্রসঙ্গত, বিটাউনে স্বজনপোষণের অভꦜিযোগ রয়েছে করণ জোহরের বিরুদ্ধেও। এক্ষেত্রে তাই গান্ধী ও করণ জোহরকে মিলিয়ে দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
আ🌱রও পড়ুন-এখনও সুস্থ নন, ভাঙা পাঁজর নিয়েই জলসার বাইরে অনুরাগীদের কাছে ফিরলেন অমিতাভ
আরও পড়ুন-আকাঙ্খা൲র থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন সমর সিং, ফেরত চেয়ে মেলে হুমকি ! দাবি কাকিমার