ফিল্মজগতে বরাবরই কতৃত্ব ফলিয়ে আসছে ছেলেরা। খুব কম নারীকেন্দ্রিক সিনেমা রয়েছে, যা সাফল্যের মুখ দেখেছে। শুনলে অবাক হবেন, তালিকায় রয়েছে এই মেয়েটি। বিশ্বব্যপী এই মেয়েটির সিনেমা আয় করেছে ৯৫০ কোটি। তাও সে🐻ই ২০১৭ সালে। দুঃখের বিষয় হল, এখন আর তিনি বলিউডে নেই। ইসলামের টানে সিনেমার কাজ ছেড়েছেন বহুদ🎀িন হল।
অনেকেই হয়তো ধরে ফেল⭕েছেন কার কথা হচ্ছে। ঠিকই বুঝেছেন, এই ছবিটি জায়রা ওয়াসিমের ছোটবেলার, যিনি কাশ্মীরের বাসিন্দা,ﷺ দঙ্গল দিয়ে পা রেখেছিলেন অভিনয়ের দুনিয়াতে।
আরও পড়ুন: 🍎‘আমি অনেক সিনিয়ার, তবুও সব সময় তোমার কাছে…’! অরিজিৎকে সটান প্রশ্ন রূপঙ্করের
ভারতের সর্বাধিক উপার্জনকারী মহিলা নেতৃত্বাধীন চলচ্চিত্র
অদ্বৈত চন্দনের ১০১৭ সালের সিনেমা সিক্রেট সুপার🎶স্টারে কাজ করেছিলেন জায়রা। বলা চলে, তিনই ছিলেন সেই ছবির🅺 হিরো। যদিও সিনেমায় ছিলেন আমির খানও। তবে সেটা ছোট্ট একটা রোল। সিক্রেট সুপারস্টার ভারতে সাফল্য অর্জন করে, ১৫ কোটি টাকা বাজেটে ৬৪ কোটি টাকা আয় করে।
আরও পড়ুন: মেয়েকে আগলে রেখেছেন বুকে, এয়ারপোর্টে দীপিকা-রণবীর, মুখ কি ℱদেখা গেল দুয়ার?
তবে চীনে মুক্তি পাওয়ার পর ছবিটির ভাগ্য বদলে যায়। ভারতীয় সিনেমার অন্যতম বড় হিটে পরিণত হয়। সিক্রেট সুপারস্টার চীনে ১২৪ মিলিয়ন ডলার (৭৫০ কোটি টাকা) আয় করেছে। হংকং 🐼এবং অন্যান্য জায়গা থেকে তা সংগ্রহ করে ৬৫ কোটি টাকা। আর সব হিসেবের পর সনেমাটি বিশ্বব্যপী ৯০৫ কোটি টাকা আয় করে, যা এখনও অবধি ভারতে নির্মিত যে কোনও মহিলা নেতৃত্বাধীন চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ।
আরও পড়ুন: ক🐓ুণালের প্রশংসা,🐼 অরিত্র কি যোগ দেবে তৃণমূলে? জবাব এল, ‘ভোটের টিকিটের জন্য আমায়…’
যে সমস্ত মহিলা-কেন্দ্রিক সিনেমা ভালো চলেছিল বক্সঅফিসে
কোনও মহিলা কেন্দ্রিক সিনেমা এখনও পর্যন্ত সিক্রেট সুপারস্টারের অর্ধেকও উপার্জন করতে পারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি', যেটি বিশ্বব্যাপী ৩০৪ কোটি টাকার ব্যবসা করেছে। শীর্ষ দশে কঙ্গনা রানাওয়াতের দুটি এন্ট্রি রয়েছে - তনু ওয়েডস মনু রিটার্নস (২৫৫ কোটি টাকা) এবং মণিকর্নিকা 🎉(১৩৩ কোটি টাকা)। আলিয়া ভাটের ৩টি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (২১২ কোটি), রাজি (১৯৬ কোটি) এবং ডিয়ার জিন্দেগি (১৩৫ কোটি)। তালিকায় রয়েছে রানি মুখোপাধ্যায়ের 'হিচকি (২০৮ কোটি), কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবু'র ক্রু (১৫৭ কোটি) এবং কারিনা কাপুর ও সোনম কাপুর অভিনীত 'ভিরে দি ওয়েডিং (১৩৯ কোটি)।