প্রতিবছর চতুর্থ মাসের প্রথম দিন পালন করা হয় এপ্রিল ফুল দিবস। এই দিনটি বোকা বানানোর দিন। বন্ধুবান্ধব বা♔ কাছের মানুষকে বোকা বানিয়ে এই দিনটি পালন করেন সকলে। তবে এপ্রিল ফুল দিবস আসার আগেই আপনি পাঠিয়ে দিতে পারেন এই দিনটি শুভেচ্ছা বার্তা। জেনে নিন কী🌼 লিখবেন?
১) ♉আজ এপ্রিল ফুল দিবস! মজা🔯য় মজায় ভরে উঠুক গোটা দিন। শুভ এপ্রিল ফুল দিবস।
২)আজ রাগী মানুষের মুখে হাসি ফোটানোর দিন, 🅷আজ এপ্রিল ফুল দিবস। তোমাকে জানাই এই দিনের অনেক অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন: খরগোশ না হাঁস? তাকাতেই প🐻্রথমে কী দেখলেন? ছবিই জানান দেব𝓀ে আপনার চিন্তাভাবনা কেমন
আরও পড়ুন: ডোরাকাটা দꦗাগের ভিড়েই ওঁত পেতে এক মাংসাশী প্রাণী! দেখতে পেলেন? সময় ৫🎉 সেকেন্ড
৩) প্রতিনিয়ত জীবন যুদ্ধে সকলের মুখে ফুটে উঠুক এক চ🐼িলতে 𓆏হাসি, তোমাদের সবাইকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস।
৪) আরো একবার ফিরে যাই ছোটবেলার সময়ে। সবাইকে🐬 বোকা বানিয়ে আনন্দ করি আবার। তোমাদের সবাইকে এপ্রিল ফুল দিবস দিনের অনেক অনেক শুভেচ্ছা।
৫) হাসি হলো বেস্ট থেরাপি, তাই এপ্রিল ফুল দিবসে সকলের মুখে ফুটিয়ে তুলুন হাসি। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবসের অনেক শুভেচ্ছা🎃।
৬) মানুষের ক্ষতি না করে এই দিনটা শুধℱুমাত্রই আনন্দে ভরিয়ে তুলুন, আপনা♌কে জানাই এপ্রিল ফুল দিবসের অনেক শুভেচ্ছা বার্তা।
৭) খুব চালাক হলেও আজকের দিনটা বোকা হয়ে থাকুন, প্রিয়জনের আনন্দে আন💟ন্দিত হয়ে উঠুন। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবসের শুভেচ্ছা।
আরও পড়ুন: একটি🌞মাত্র চাবি, ৪টের মধ্যে কোন তালাটা খুলবে? ৫ সেকেন্ডে বলতেꦜ পারলেই জিনিয়াস
আরও পড়ুন: তোতার ভিড়েই লুকিয়ে আছে টকট𒀰কে গোলাপখাস! খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
৮) হাসিখুশি ভাবে কেটে যাক গোটা জীবন। এপ্রিল ফুল দিবসে সকলের মুখে ফুটে উঠুক꧃ হাসি। তোমাকে জানাই এপ্রিল ফুল দিবসের অনেক শুভেচ্ছা।
৯) দুঃখ নয়, আনন্দ চাই। এপ্রিল ফুল দিনে সকলকে আন🍷ন্দে মাতিয়ে রাখুন। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবস উপলক্ষে অনেক শুভেচ্ছ✤া বার্তা।
১০) মানুষকে হাসানোর থেকেℱ🙈 মহৎ কাজ আর কিছু হয় না, এপ্রিল ফুল দিবসে তাই সবাইকে হাসিয়ে রাখুন। তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এপ্রিল ফুল দিবসের।