স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তের থেকে আলাদা হয়েছেন বরখা বিস্ত। ডিভোর্সের পথেই হাঁ🦄টছেন ইন্দ্রনীল-বরখা। তবে সম্প্রতি করণ সি গ্রোভারের সঙ্গে একথা অতীতের প্রেম নিয়ে মুখ খুলেছেন বরখা। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে বরখা জানিয়েছেন, সময়ের সঙ্গে তাঁদের জীবনের দৃষ্টিভঙ্গি ও মতামতের পার্থক্য দেখা দিয়েছিল, আর যার ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়।
২০০৪ সালের টিনেজার বয়সের প্রেম নিয়ে তৈরি একটি সিরিয়াল ‘কিতনি মস্ত হ্যায় জিন্দেগি’তে করণের সঙ্গে কাজ করেছিলেন বরখা। সেসময় থেকেই প্রায় দুই ব🐷ছরের সম্পর্ক ছিলেন তাঁরা।
করণ সিং গ্রোভার-বরখা বিস্ত
সাম্প্রতিক সাক্ষাৎকারে, বরখা তাঁর পুরনো প্রেম ও প্রেমিক করণের সিং গ্রোভারকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা দুই বছর ডেট করেছি। করণ খুবই দয়ালু ব্যক্তি ছিলেন, যে কারণে ওর প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। ওর মধ্যে সহজাতভাবেই দয়া বিষয়টা ছিল, এটা এটাই আমাকে আকৃষ্ট করেছিল কারণ মুম্বইতে বেশিরভাগ মানুষই এক্কেবারেই দয়ালু নন। তাই, যখনই ওর এই স্বভাব দেখি, আমি ওর প্রতি 🌼আকৃষ্ট হই। তার উপর ওর বেশ সুন্দর—সিক্স-প্যাক অ্যাবস ছিল। আর তখন আমার বജয়সও ছিল মাত্র ২৩ বছর! সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনে দুরকম মানুষ হয়ে যাই। তবে মুম্বইতে এটাই ছিল আমার প্রথম ব্রেক আপ, মনের দিক থেকে ভীষণভাবেই ভেঙে পড়ি, হৃদয়বিদারক অভিজ্ঞতা ছিল।’
করণের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে বরখা বলেন, ‘তবে সেটা কিছু ভুল হয়নি, জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও মতামত ভিন্ন ছিল। আর ও আমার থেকে ২ বছরের ছোট ছিল। সম্পর্কের দুই বছরের মধ্যে, এবং আমাদেরও যখন বয়স বাড়ল, তখন দুজনের মধ্যে পার্থক্য আরও বেশি স্পষ্ট হয়ে উঠল, আর এটাই ছিল সমস্যা। আমি আজও ওর প্রতি🔥 অ🗹নেক ভালোবাসা রয়েছে। আমি চাইব, ও যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। আমি ওকে শুভকামনা জানাই।’
করণ ও বরখা-র বর্তমান
করণ বর্তমানে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিবাহিত তাঁܫদের জীবনে ২০২২ সালে এক কন্যা সন্তানও এসেছে, নাম দেবী। অন্যদিকে, বরখাও এর আগে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। বরখা ও ইন্দ্রনীলের প্রেম শুরু হয়েছিল ‘পেয়ার কে দো নাম এক রাধা এক শ্যাম’ সিরিয়ালের সেটে। তাঁর কিছুদিন প্রেম করার পর ২০০৮ সালের মার্চ বিয়ে করেন। তবে, তাঁদের ১৪ বছরের সুখী দাম্পত্যেও চিড় ধরে ২০২২ সালে এসে। তাঁদের ১৩ বছরের এক মেয়েও রয়েছে, নাম মীরা।
সম্প্রতি এক সাক🦋্ষাৎকারে বরখা জানিয়েছেন, তাঁর স্বামী (ডিভোর্স হয়নি) তাঁর সঙ্গে প্রতারণা করেন।