এই মুহূর্তে শ্রাবণ মাসের জন্য সারা ভারতবর্ষের বহু প্রান্তের হিন্দুরা উপবাস করছেন এবং নিরামিষ আহার করছেন। হাজার হাজার কিলোমিটার পেরিয়ে ভগবান💮 শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা। শ্রাবণ মাসে ভগবাꦺন শিবের জন্ম হয় তাই এই মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
গোটা শ্রাবণ মাস একাধিক বিধি-নিষেধ পালন করেন ভক্তরা। পেঁয়াজ-রসুন তো বটেই, গম, ডাল, লেবু সহ বেশ অনেক খাবার খান না ভক্তরা। এই শ্রাবণ মাসে যে🥂 সমস্ত মানুষ বাড়ির বাইরে খাবার খান, বা বলা ভালো যারা কাজের সূত্রে প্রতিদিন বাইরের খাবার খেতে বাধ্য হন তাদের জন্য নতুন একটি অফার নিয়ে এসেছে ম্যাকডোনাল্ড।
(আরও পড়ুন: 'টিফিনে বাচ্চাদের আমিষ খাবার দেবেন না' - নয়ডার স্🌃কুলের নোটিশ💧ে ক্ষুব্ধ অভিভাবকরা)
এবার ম্যাকডোনাল্ডের তরফ থেকে শ্রাবণ মাসের জন্য একটি বিশেষ অফার নিয়ে আসা হয়েছে, যেখানে পেঁয়াজ রসুন ছাড়াই আপনি পেয়ে যাবেন বার্গার। গ্রাহকদের বিশেষ অনুরোধে ম্যাকডোনাল্ড নি🃏য়ে এসেছে একটি ব🃏িশেষ অফার যেখানে আপনি পেয়ে যাবেন ভেজ ম্যাকচিজ বার্গার, ম্যাক আলু টিক্কি এবং একটি সম্পূর্ণ নিরামিষ কোলড্রিংস।
সম্প্রতি eat.around.the.city নামক Instagram অ্যাকা💛উন্ট থেকে এই অফারের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা যিনি কিনা অফিসে বেরিয়ে নিরামিষ খাবারের খোঁজ করছেন, তিনি হঠাৎ করেই ম্যাকডোনাল্ডের এই অসাধারণ অফারটি খুঁজ♔ে পেয়েছেন।
ভিডিয়োয় আরও দেখানো হয়েছে, ম্যাকডোনাল্ডের প্রতিটি কিচেনে আমিষ এবং নিরামিষ রান্না করা হয় আলাদাভাবে। তাই শ্রাবণ মাসে এই সমস্ত নিরামিষ খাবার খাওয়ার ক্ষেত্রে কোনও রকম সমস্যা নেই। নিরা❀মিষ খাবার আমিষ খাবারের সংস্পর্শে একেবারেই আসে না তাই সমস্যা হওয়ার কথা নয়।
তবে এই ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের কাছ থেকে। একজন যেমন লিখেছেন, ‘কেন একটি মাস আপনি নিজের লোভ সংবরণ করতে পারবেন না?’ অন্য একজন আবার লিখেছেন, ‘এই পবিত্𝓰র মাসে নিজের খাবারের ইচ্ছেকে সীমাবদ্ধ করা উচিত।’
(আরও পড়ুন: অলিম্পিক্সে PIN Trading🦩 কী? প্রায় চার দশক ধরে চলে আসছে এই ট্র্যাডিশ💧ন)
আবার একজন লিখেছেন, ‘শ্রাব♕ণ মাসে ময়দা খাওয়া༺ যায় না। এটি তো ময়দা দিয়েই তৈরি হয়। তাহলে কীভাবে এটি আপনি খাচ্ছেন?’ আবার একজন লিখেছেন, ‘শ্রাবণ মাসে ঘরোয়া খাবার খাওয়াই উচিত, এই একটি মাস বাইরের কোনও খাবার খাওয়া উচিত নয়।’