দেখতে দেখতে ১ বছর পর আসতে চলেছে দুর্গাপুজো (Durga Puja 2024)। আর একদিন পরেই মহালয়া আর তার এক সপ্তাহ পরেই ষষ্ঠী। খু𒁃ব স্বাভাবিকভাবেই এখন মানুষের মধ্যে পূজো নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কেউ ঘর মুছে সাফ করে ফেলছেন কেউ আবার শেষ মুহূর্তে শপিংয়ে ব্যস্ত হয়ে রয়েছেন। তবে আজ এই প্রতিবেদনে আপনি জানবেন কম শপিং করেই অর্থাৎ কম খরচেই কীভাবে নিজের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন সুন্দর করে ( Decorate room for Durga Puja)।
অপ্রয়োজন𒁃ীয় জিনিস ঘরে রাখবেন না: যে সমস্ত জিনিস বাড়িতে একেবারেই অপ্রয়োজনীয়, সেগুলি পুজোর আগেই ঘর থেকে বিদায় করে দেবেন। বাচ্চার খেলনা একটি জায়গায় গুছিয়ে রাখবেন তাহলে ঘর দেখতে পরিষ্কার লাগবে।
(আরও পড়ুন: আগেই তৈরি ছিল ‘শিরদাঁড়া’, তাও বিতর্ক এড়াতে সেটি সরিয়ে দিল বেলেঘাটা পুজো কমিটꦆℱি)
ফুল দিয়ে সাজান: আর্টিফিশিয়াল হোক অথবা তাজা ফুল, ঘর সাজানোর ক্ষেত্রে ফুলের থেকে ভালো বিকল্প আর কিছুই হতে পারে না। ঘরের এক কোনায় একগুচ্ছ তাজা ফুল রাখলে যেমন ঘর൲ থেকে সুন্দর দেখতে লাগবে তেমন আপনাꦍর মনও হয়ে উঠবে চনমনে।ঘরের ভেতরে গাছ: এখন বড় বড় বাড়ির জায়গা নিয়ে নিয়েছে ছোট ছোট ফ্ল্যাট। তাই🍰 বাগানের পরিবর্তে এখন 🅘সকলেই এক চিলতে বারান্দাতেই গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন। ঘর সাজানোর জন্য তাই বিভিন্ন রঙের টব কিনে আনুন বাজার থেকে। ঘরের কোনায় সবুজ অ্যালোভেরা গাছ অথবা মানিপ্লান্ট সাজিয়ে রাখুন, এতে আপনার ঘরের সৌন্দর্য বেড়ে উঠবে বহুগুণ।