𝄹 দুর্গাপুজো ২০২৪ শুরু হতে আর ঠিক একমাস বাকি। লম্বা ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে অনেকেই নিরালায় কিছুটা সময় কাটাতে চান। আবার অনেকে ছুটিতে গেলে, একটু শপিং করার প্ল্যানে থাকেন। দুই জিনিসই এক যোগে পেয়ে যাবেন চান্দেরিতে। মধ্যপ্রদেশের এই চান্দেরির নাম হালে বলিউডের সুপারহিট ফিল্মেপ দৌলতে অনেকেই শুনেছেন। আবার শাড়ির জন্য এই এলাকার নাম জগদ্বিখ্যাত। ঝাঁসির খুব কাছে এই চান্দেরিতে আজও ইতিহাস ফিসফিস করে। রয়েছে বহু গায়ে কাঁটা দেওয়া ঐতিহাসিক ইমারত। দেখে নিন, এই চান্দেরিতে কী কী দেখার রয়েছে।
চান্দেরি শাড়ি কোথায় বোনা হয়-
▨ চান্দেরির মূল শহর থেকে ৪ কি.মি দূরে রয়েছে প্রাণপুর। এই গ্রামই হল চান্দেরি শাড়ি বোনার কাজ! গ্রামবাসীদের নিপুণ বুনটে তৈরি হয় জগদ্বিখ্যাত চান্দেরি শাড়ি। এখানে গিয়ে চোখের সামনে দেখতে পাবেন, কীভাবে বোনা হয় শাড়ি। সদ্য গত বছর ২০২৩-এ কাটিঘাটে চান্দেরি ফেস্টিভাল সম্পন্ন হয়েছে।
( ♌Durga Puja 2024 Devi agomon Gomon:দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল শুনলে চমকে উঠবেন, রইল পঞ্জিকামত)
চান্দেরি ফোর্ট-
💮 প্রতিহার সাম্রাজ্যের চান্দেরি ফোর্ট শতাব্দী প্রাচীন নানা গায়ে কাঁটা দেওয়া ইতিহাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দুর্গ বা ফোর্টের একটি দরজার নাম ‘খুনি দরওয়াজা’। এককালে এই দুর্গের মধ্যে ৬০০ জন রাজপুত মহিলা জহর ব্রত নেন। তাঁদের উদ্দেশে রয়েছে স্মারকও। 'মধ্যপ্রদেশ টুরিজম'-এর তথ্য অনুযায়ী, সেবার মুঘল সম্রাট বাবারের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে সেই জহরব্রত ছিল।