Durga Puja 2024: একের পর এক পুজো মণ্ডপে প্রতিবাদের ছোঁয়া দেখা যাচ্ছে। তিলোত্তমার নৃশংস পরিনতি (RG Kar Issue) সকলকেই নাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় বিভিন্ন দুর্গা পুজোর প্যান্ডেলেও তাঁর ছাপ পড়ছে। এবার জলপাইগুড়ির একটি পুজোতেও দেখা গেল সেই একই বিষয়❀। জলপাইগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের পুজো সংঘমিত্রা ক্লাব, বিবেকানন্দ পাড়ায় এবার অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে পুজোমণ্ডপে এবার কোনও আলো জ্বালানো হবে না। বন্ধ রাখা হবে মাইকিং। অর্থাৎ পুজো হবে, কিন্তু আদতে তা নিষ্প্রাণ হয়ে থাকবে। আরজি কর কাণ্ডের নৃশংসতা (RG Kar News) ইতিমধ্যেই পুজোর আমেজ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। সেই ম্লানিমার প্রতিচ্ছবিই দেখা যাবে এই পুজোয়।
দশ মিনিট আলো বন্ধ রাখার সিদ্ধান্ত
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, সপ্তমী থেকে নবমী এই আলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারাক্ষণ আলো বন্ধ রাখা হবে না। উদ্যোক্তাদের কথায়, সন্ধ্যে সাতটা থেকে সাতটা দশ পর্যন্ত সমস্ত আলোকসজ্জা বন্ধ করে রাখা হবে। বাকি সময় আলো জ্বলবে। দশ মিনিটের জন্য আলো বন্ধ করা হলে♐ও তা প্রতিবাদের অঙ্গ হিসেবে তুলে ধরা হবে। এই সময় কোনও মাইকিংও করা হবে না। এক অর্থে ‘নীরবতা’ পালন করবে (RG Kar Issue In Durga Puja) সংঘমিত্রা ক্লাবের এই পুজো।
আরও পড়ুন - Durga Puja 2024: সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ𒊎্য🌌োক্তারা
তিলোত্তমাকে স্মরণ
ওই দশ মিনিট কীভাবে তিলোত্তমাকে স্মরণ করা হবে তার একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, প্যান্ডেলের মধ্যে একটি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখা হবে। এছাড়া, বাকি সব আলো নিভিয়ে দেওয়া হবে। এই সময় পাড়ার মা-বোনেরা মিলে মোমবাতি হাতে মণ্ডপে এসে দা𝔉ঁড়াবেন। মোমবাতি জ্বালিয়ে এই সমাবেশের মাধ্যমেই স্মরণ করা হবে তিলোত্তমাকে (RG Kar Update)। ইতিমধ্যে পুজো কমিটির এই সিদ্ধান্ত সফল করে তুলতে পাড়ার বাসিন্দাদের অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
সাধারণ মানুষকেও যোগ দেওয়ার অনুরোধ
তবে শুধু পাড়ার বাসিন্♉ꦑদারা নন, সাধারণ মানুষেরাও এই সমাবেশে অংশ নিক, এমনটাই চায় পুজো কমিটি। তাঁরা জানিয়েছেন, সাধারণ মানুষদেরও এই প্রতীকী প্রতিবাদের অংশ করে নিতে চায় সংঘমিত্রা ক্লাব। আরজি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়েই এই সিদ্ধান্ত।