১। অফিসে যাচ্ছে ক্যাবলা। হাতে খাবারের প্যাকেট𓃲। যাওয়ার পথে ক্যাবলা ব্যাগ থেকে খাবারের প্যাকেꦺটটা বার করে কিছুক্ষণ ভালো করে দেখে ব্যাগটা আবার জায়গামতো রেখে দিল। তারপর হনহন করে সামনের দিকে হাঁটা ধরল।
ক্যাবলার অফিসের এক সহকর্মী এটা দেখে ক্যাবলাকে জিজ্ঞেস করলেন, ‘কী ভাই, রাস্তার মাঝে এভাবে খাবারের বাটি❀ খুলে দেখে আবার রেখে দিলেন কেন? খিদে পেয়েছিল ব🌸ুঝি?’
‘আমি কি আপনার মতো বোকা নাকি যে রাস্তাঘাটে খিদে পাবে! আমি অফিসে যাচ্ছি না অফিস থেকে বাড়ি ফিরছি— এ বিষয়টি পরখ করতেই খাবারের বাটি 🔯দেখছিলাম!’ ক্যাবলার জবাব।
(আরও পড়ুন: উইকেন্ডের আগেই মজা শুরু! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, হাহা করে হাসুনᩚ꧑ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ এখন থেকেই)
🅺 ২। একবার মন্টুর লঞ্চে করে যাওয়ার পথে লঞ্চ ডুবে যেতে লাগল। লঞ্চের ডুবে যাওয়া দেখে সবাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করল। চিৎকার করা দেখে লঞ্চের এক বিদেশি যাত্রী 🌠মন্টুকে বললেন, আচ্ছা ভাই, এখান থেকে কত দূর গেলে মাটি পাওয়া যাবে?
মন্টু: হবে হয়তো ২০০ মিটার।
বিদেশি: মাতꦯ্র ২০০ মিটার! তা লোকগুলো বোকার মতো চিৎকার করছে কেন? ২০০ মিটার তো অনায়াসে সাঁতার কেটে যাওয়া যায়। তারা সাঁতার জানে না?
এ কথা বলেই ওই বিদেশি নদীতে দিলেন এক ল𒊎াফ। লাফ দিয়েই মন্টুকে বললেন, ‘আচ্ছা বলুন তো, এবার কোন দিকে ২০০ মিটার গেলে মাটি পাওয়া যাবে?’ মন্টু উদাস হয়ে জানাল, ‘ঠিক নিচের দিকে চলে যান।’
(আরও পড়ুন: আজ একটা নির্মল হাসির দিন! পড়ে নিন দিনের স𓃲েরা ৫ জোকস, শনিবারে থাকুন ফূর্তিতে)
৩। প্ꩲরচণ্ড তর্ক শুরু হয়েছে দুই মাতালের মধ্যে। 🌼
একজন বলছে, আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে। অন্যজন বলছে, তিনটে। আর এক মাতাল যাচ্ছিল পাশ দিয়ে। তাকে ডেকে 🐷তারা বলল, আচ্ছা, বলুন তো ভাই, আকাশে ক’টা চাঁদ দেখা যাচ্ছে?
আকাশের দিকে তাকাল সে। তারপর বলল, কোন সারিতে?
(আরও পড়ুন: সোমবার মানে কি মুখ গোমড়া করে থাকার দিন? মোটেই না! পড়ুন দিনেরܫ সেরা ৫ ಌজোকস আর হাসুন)
৪। এক ভদ্র মহিলা দুষ্টু বাচ্চা কোলে নিয়ে বাসে চড়লেন। বাচ্চা কোলে বস꧂েই দুষ্টুমি করে চলেছে। বাস চালক মুচকি হেসে বললেন, ‘বাচ্চা তো নয়, আস্ত একটা বাঁদর।’
মহিলা ভাড়া চুকিয়ে দিয়ে পিছনের এ♈কটা সিটে গিয়ে বসলেন এবং রাগে গজগজ করতে💎 লাগলেন।
মহিলাকে এমন করতে ൩দেখে পাশের সিটের ভদ্রলোক জিজ্ঞেস করলেন কি হয়েছ⛦ে।
‘বাস ড্রাইভার আমাকে অপমান কর൩েছে!’, ভদ্রমহিলা উত্তর দিলেন।
সহানুভূতি দেখিয়ে ভদ্রলোক বললেন, ‘নাহ, সে পাবলিক সার্ভেন্ট। প্♏যাসেঞ্জারদের সঙ্গে সে এরকম ব্যবহার করতে পারে না।’
‘🌌ঠিক বলেছেন। আমার মনে হয় ফিরে গিয়ে তাকে একটা উচিত জবাব দিয়ে আসি।’
‘ঠিক আছে, যান। তবে আপাতত কোলের হনুমানটাকে আমার কাছে দিয়ে য♎ান।’
(আরও পড়ুন: বৃষ্টি পড়ে গরম কমেছে, মনও এবার আর একটু ফুরফুরে হো🌟ক! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)