বাংলা নিউজ > টুকিটাকি > Cancer Cell Movement: সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়! কীভাবে ক্যানসার ছড়িয়ে পড়ে দেহে? মিলল খোঁজ
প্রথমে একটি অঙ্গ। তারপর সেখান থেকে ধীরে ধীরে অন্য়ান্য অঙ্গে ছড়িয়ে পড়া। আর একব🍒ার এভাবে ছড়িয়ে পড়তে শুরু করলে ক্য়ানসার মারাত্মক হয়ে ওঠে। এই পরি♈স্থিতিতে চিকিৎসাও বেশ জটিল। রোগীকে বাঁচিয়ে তোলার আশা কিছুটা কমে যায়। সম্প্রতি ক্য়ানসারের এই ছড়িয়ে পড়া নিয়েই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। নেপথ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষকরা।
কীভাবে ছড়িয়ে পড়ে ক্যানসার কোশ
ক্যানসার কোশ একটি অঙ্গ থেকে আরেকটি অঙ্গে কীভাবে ছড়িয়ে পড়ে — তা এতদিন স্পষ্ট জানা ছিল না বিজ্ঞানীদের। এই অজানার খোঁজই চালাচ𓂃্ছিলেন আইআইএসসি-র গবেষকরা। অবশেষে সেই খোঁজে সাফল্য এল। কীভাবে ক্যানসার কোশ এক অঙ꧙্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে তা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। অন্যদিকে কারা এই ব্যাপারে ক্যানসার কোশকে সাহায্য করে, তাও জানা গিয়েছে।আরও পড়ুন - ‘হেব্বি টেস্ট বাবা!’ গাছের পাতা, সবজি কাঁচাই𓂃 চিবিয়ে খান ইনি! কটাক্ষ নেটপাড়ার
কী বলছেন গবেষকরা
গবেষকদের কথায়, প্🍌রথমে ক্যানসার যেখানে জন্ম নেয়, তাকে প্রাইমারি ক্যানসার সাইট বলে। এর পর সেখান থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে ক্যানসার কোশ। ক্যানসার কোশের এভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে মেটাস্ট্যাসিস বলা হয়। ক্যানসার কোশের মেটাস্ট্যাসিস দীর্ঘদিন ধরে গবেষকদের গোলকধাঁধার মধ্যে রেখেছিল। অবশেষে সেখান থেকে বেরিয়ে আসল পথের সন্ধান পেলেন গবেষকরা।আরও পড়ুন - কোল্ড ড্রিংকসের বোতলে জল খেলে কী হয়?
আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত
বায়োফিজিক্স জার্ন💦ালে সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা তাঁদের গবেষ❀ণাপত্রে দেখিয়েছেন, কীভাবে একটি ক্যানসার কোশ তার আশেপাশের ক্যানসার কোশগুলির সঙ্গে বিক্রিয়া করে। কোন কোন রাসায়নিক তথ্য় আদানপ্রদান করে।