সেরা মানের বিনোদন, বায়ো টয়লেট, প্রতি যাত্রীকে পরিষেবা দেন রেলসেবিকারা! ভারতের প্রথম বেসরকারি ট্রেন চোখ ধাঁধাবে যে কারওর Updated: 01 Apr 2025, 12:00 PM IST Sanket Dhar India’s First Corporate Train: ২০১৯ সালে দেশে প্রথম বেসরকারি ট্রেন চালানো শুরু হয়। ভারতীয় রেল ও আইআরসিটিসি যৌথ উদ্যোগে প্রথম ট্রেনটি চালায়। তার অন্দরের পরিষেবা রীতিমতো চোখ ধাঁধাবে যে কারওর।