ভারতে খুব সহজে ꦇএবং সস্তায় মেলে এমন কত জিনিসই বিদেশ-বিভুঁইয়ে চড়া দামে বিক্রি হয়, তা হয়তো আমাদের সকলেরই জানা। সবজি থেকে মাংস কিংবা ফুচকা, এসব এর দাম শুনলে যে কেউ তাজ্জব বনে যেতে পারেন। এর নজির সম্প্রতি আবারও মিলল আরব দেশে। এবার কী জিনিস শুনলে একদম অবাক হয়ে যাবেন। না কোনও খাবার জিনিস নয়, এটি সাধারণ হাওয়াই চপ্পল। একটি꧑ ভিডিয়োতে দেখা গিয়েছে যে কুয়েতে এই হাওয়াই চপ্পল বিক্রি হচ্ছে ৪৫০০ রিযালে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ লক্ষ টাকা।
কুয়েতের একটি জুতোর দোকান থেকে কিছু ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছ🦩ে নিমেষেই। দেখা গিয়েছে, আমরা ভারতীয়র𒊎া সাধারণ ঘরে পরার জন্য কিংবা শৌচাগারে যেতে যে চপ্পল ব্যবহার করি তা একেবারে গয়নার মতো সাজিয়ে রাখা রয়েছে। ওই দোকানে তারই দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা।
আরও পড়ুন: (সমালোচনার মুখে পড়লেই আপনার মনমেজাজ প্রচণ্ড খ𝔉ারাপ হয়ে যায়? কোনও ট্রমা তাড়া করছে না তো)
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ঝাঁ চকচকে একটি জুতোর দোকানে পরিপাটি করে হাওয়াই চপ্পﷺল সাজানো রয়েছে। একই রকম দেখতে হাওয়াইয়ের বিভিন্ন রঙ। এর মধ্যে নীল ফিতে দেওয়া সাদা একটি চপ্পল হাতে তুলে নিয়ে দেখানো হচ্ছে সেটি কতটা নরম এౠবং সহজেই বাঁকানো যাচ্ছে। এর দাম লেখা রয়েছে ৪৫০০ রিয়ালস, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ টাকা। পুরো বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
হাওয়াই চপ্পলের এত দাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রা। সাধারণ হাওয়াই চপ্পল, যা আজকাল বাড়ির বাইরেও সেভাবে পরেন না কেউ। শুধুমাত্র বাড়িতে বা শৌচালয়ে ঢুকতে ব্যবহার করা হয়,তার এত দাম হয় কী করে প্রশ্ন তুলেছেন তাঁরা। কেউ কেউ মনে করছেন বিত্তশাল♛ীদের নজর কাড়ার জন্যই এই চালাকি। ভারতে এমন চপ্পল ৬০ টাকায় কিনতে পাওয়া যায় বলেও মজা করেছেন কেউ কেউ।
আরও পড়ুন: (জয়পু꧂র পুরসভার ওয়েবসাইটে মজাদার ‘হিংলিশ’! কুক🍃ুর পাগল হওয়ার কথা দেখে হাসছে নেটদুনিয়া)
বিষয়টি নিয়ে রসিকতা করতেও ছাড়েননি অনেকেই। একজন বলেছেন, মাতৃ দিবসে মাকে উপহার দেওয়ার জন্য ওই হাওয়াই চপ্পল একেবারে আদর্শ। ওই জুতো পায়ে গলাতেও কাজে লাগবে, আবার সন্তানদের শাসন করার ক্ষেত্রেও হাতিয়ার হিসাবেও কাজে লাগবে বলে মন্তব্য জানান তিনি। কেউ কেউ বলেছে, ঝাঁ চকচকে দোকানে দিনে-ಌদুপুরে ডাকাতি চলছে