Kali Puja 2024 Wishes: রাত পোহালেই কালীপুজো। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় এই পুজো। চলতি বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। ইতিমধ্যে🎉ই সর্বত্র ছেয়ে গেছে আলোর সাজে, প্রস্তুতি চলছে মায়ের আরাধনার। কালী পুজোর এই শুভক্ষণে আপনি পাঠাতে পারেন প্রিয়জনকে শুভেচ্ছা। কী লিখবেন, সেটাই জানুন।
১) শুভ কালী পুজো ২০২৪। আপনাকে এবং আপনার পরিবারকে অনেক♔ অনেক শুভেচ্ছা।
২) আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে মা কালী🍃র আশীর্বাদে, আপনাকে জানাই শুভ কাল𓂃ী পুজো।
(আরও পড়ুন: ডাকিনী-যোগিনী ছাড়াও তন্ত্রে পাওয়া যায় ৬৪ ভয়াল যোগিনীর কথা! কীভ𒐪াবে উৎপত্তি এদের)
৩) সকলকে জানাই বর্𒆙ণ��ময় এবং আলোকিত কালীপুজোর শুভেচ্ছা।
৪) শব্দবাজি থেকে দূরে থাকুন! সাবধানে থাকুন কালী পুজোয়।🌜 সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।
৫) এই আলোর উৎসবে কেটে যাক সমস্💜ত অন্ধকার, দূর হয়ে যাক অশুভ শক্তি। আপনাকে এবং আপনার পরি🌄বারকে জানাই কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।
৬) ไমা কালী আপনাকে রক্ষা করুন এই কামনাই করি, আপনাকে জানাই শুভ কালীপুজো।
৭) অশুভ শক্তির নিপাত হোক, প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে। সবাইক💦ে জানাই শুভ কালীপুজো।
৮) এই কালীপুজোয় আܫপনার জীবন ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে, সমস্ত রোগ থেকে মুক্তি পান আপনি। আপনাকে জানাই𓄧 কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: মেয়ের মতোই স্নে🐟হ করতেন মা ভবতারিণীক🅷ে, ঠাকুরকে ছাড়া আজও অপূর্ণ কালীপুজো)
৯) প্রদীপ জ্বালিয়ে আহ্বান করুন মা♎কে, মায়ের আগমনে ঘটুক শ্রীবৃদ্ধ💯ি, আপনার গোটা পরিবারকে জানাই কালীপুজোর অনেক শুভেচ্ছা।
১০) মা পার্বতীর ভয়াল রূপ মা কালী, সমস্ত অসুরের বিনাশ ঘটান তিনি। মা কালীর♏ মর্ত্যে আগমন যেন সমসꦇ্ত পাপের শাস্তি হয়। শুভ কালীপুজো।