সম✅্প্রতি প্রিন্স উইলিয়ামের স্ত্রী তথা ওয়েলসের রাজকুমারী কেট মিডলটনের একটি সার্জারি করা হয়েছে। তাঁর পেটের এই সার্জারির জন্যই তাঁকে এখন হাসপাতালে থাকতে হবে দুই সপ্তাহের জন্য। এমনটাই প্রাসাদের তরফে জানানো হয়েছে। কেট মিডলটনকে গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর এই অসুস্থতার কথা ইংল্যান্ডের প্রাসাদের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে, 'রয়্যাল হাইনেস, ওয়েলসের রাজকুমারীকে লন্ডনের ক্লিনিকে ভর্তি করানো হয়েছে গতকাল একটি সার্জারির জন্য।'
কতদিন কেট মিডলটনকে থাকতে হবে হাসপাতালে?
আগামী ১০ থেকে ১৪ দিন কেট মিডলটনকে হাসপাতালে থাকতে হবে সুস্থ হওয়ার জন্য। তারপরইꦜ তিনি বাড়ি ফিরতে পারবেন। একই সঙ্গে রাজপ্রাসাদের তরফে আনুষ্ঠানি𓆉ক ভাবে ঘোষণা করে জানানো হয়েছে যে কেটের এই সার্জারি সফল হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী, 'অস্ত্রোপচার সফল হয়েছে। মনে করা হচ্ছে বাড়ি ফেরার আগে আগামী ১০ থেকে ১৪ দিন তিনি হাসপাতালে থাকবেন। ইস্টারের পরই তিনি আবার সমস্ত কাজ কর্ম আগের মতো করতে পারবেন। ততদিন বিশ্রামে থাকবেন।'
আরও পড়ুন: ভূত মরে এবার পরী হবꦰে! কীভাবে শান্তি পাবে 🌠জয়ার অতৃপ্ত আত্মা? প্রকাশ্যে ভূতপরীর ঝলক
কিন্তু কী হয়েছিল কেট মিডলটনের? কেন আর কীসের সার্জারি করা হল তাঁর?
গুজব ছড়িয়েছিল যে কেট মিডলটনের নাকি ক্যানসার হয়েছে। কিন্তু ইংল্যান্ডের মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাজপ্রাসাদের তরফে জানানো হয়েছে এ কথা সত্য নয়। তাঁর পেটের একটি অস্ত্রোপচার হয়েছে, কিন্তু কিসের সেটা জানানো হয়নি। এরপর আগামীতে তাไঁর স্বাস্থ্যের বিষয়ে কোনও আপডেট থাকলে সোজাসুজি রাজপ্রাসাদ থেকেই জানানো হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কেট ইতিমধ্যেই ক𒁏্ষমা চেয়েছেন তাঁর আগে থেকে শিডিউল করে রাখা কাজগুলো পিছিয়ে যাওয়ার জন্য। তিনি জানিয়েছেন যে সেদেশের ব☂াসিন্দারা তাঁর এই শারীরিক অবস্থার কথা বুঝবেন। এখন তিনি কেবল কোনও রাজকীয় কাজেই অংশ নেবেন সুস্থ হওয়ার পর তাও চিকিৎসকের পরামর্শে।