🅷 ১। মাইকেল অফিসে যাওয়ার সময়ে স্ত্রী তাঁর কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন, ‘এটাতেই তোমার লেডি টাইপিস্টের জন্য এক শিশি ওষুধ আছে। ওটাতেই চুল ওঠা আটকাবে। তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।’
(আরও পড়ুন: ♔রবিবার সকাল মানেই ফুল মস্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন আনন্দে)
🦂 ২। ছক্কু আর বল্টু, দুই বন্ধু দুটো ঘোড়া কিনেছে। ঘোড়া দুটোকে রেসের মাঠে কাজে লাগাবে, এমনটাই ইচ্ছা ওদের। কিন্তু কার ঘোড়া কোনটা, কী করে চিনবে ওরা? বুদ্ধি বাতলাল ছক্কু, ‘একটা চিহ্ন থাকতে হবে তো, এক কাজ করি চল। আমার ঘোড়ার লেজটা কেটে ফেলি। তাহলে সহজেই চেনা যাবে। লেজ কাটা ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ বল্টুরও মনে ধরল বুদ্ধিটা। কথামতোই কাজ করল দুজন।
꧅ পরদিন দেখা গেল, দুষ্টু ছেলেরা বল্টুর ঘোড়ার লেজটাও কেটে ফেলেছে। বাধল বিপাক। এখন চেনা যাবে কী করে?
✃ এবার বলল বল্টু, ‘এক কাজ করি, আমার ঘোড়াটার একটা কান কেটে ফেলি। কান কাটা ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ যেই কথা, সেই কাজ। কেটে ফেলা হলো বল্টুর ঘোড়ার কান।
🌸 এদিকে দুষ্টু ছেলের দল পরদিনই অন্য ঘোড়াটারও কান কেটে নিল। এখন উপায়?
♐ রেগেমেগে শেষে বলল ছক্কু, ‘দূর ছাই! অত চিহ্নটিহ্ন রাখতে হবে না। সাদা ঘোড়াটা তোর, আর লালটা আমার।’
(আরও পড়ুন: ⛄মাসের প্রথম দিন, আজকে হাসবেন না, তাই কি হয়? পড়ুন দিনের সেরা ৫ জোকস)
🐷 ৩। রোগী: ডাক্তারবাবু আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ওষুধ দিন।
চিকিৎসক: দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।
রোগী: এতে কি চুলকানি সেরে যাবে?
꧙ চিকিৎসক: আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।
(আরও পড়ুন: ꩲআন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে একটু মজা হয়ে যাক! পড়ুন বন্ধুত্ব নিয়ে সেরা ৫ জোকস)
🙈 ৪। দোকানে গিয়েছেন শ্যামলবাবু। দোকানদার নেই। তাঁর ছোট্ট ছেলে দোকান সামলাচ্ছে।
–এতটুকু ছেলে তুমি এত বড় দোকান সামলাও!
–হ্যাঁ।
🐠 –বৈয়মের লজেন্স, চকলেট, বিস্কুট— এসব খেতে লোভ হয় না?
–হয়, খাই না। চেটে-চেটে রেখে দেই।
(আরও পড়ুন: 🌊সকাল থেকে আকাশের মুখ ভার, তা বলে আপনার আনন্দ যেন না কমে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
🥂 ৫। এক দেশের সীমান্ত এলাকায় এক লোক প্রায়ই সাইকেলে চেপে পিঠে দুটি বস্তা নিয়ে সীমান্ত পার হয়। সেনারা প্রতিদিন লোকটিকে থামিয়ে বস্তা দুটি খুলে তল্লাশি করে।
🌃 সব সময়ই দেখা যায়, বস্তায় শুধু বালি। লোকটিও অসংখ্যবার বালি আনা-নেওয়া করল এভাবে সাইকেলে চড়ে। অবশেষে একদিন তাকে আর দেখা গেল না।
♒ বহু দিন পর সীমান্তের এক সেনা ছুটি কাটাতে শহরে এসে দেখে, ওই লোকটি সামনে দিয়ে যাচ্ছে। সেনাটি বলল, ‘এই যে, আপনি! আমরা নিশ্চিত ছিলাম, আপনি কিছু চোরাচালান করছেন। কিন্তু কখনেও বালি ছাড়া কিছুই তো আমরা পাইনি! বলুন তো, আসলে আপনি কী চোরাচালান করতেন?’