পোষ্য কুকুর, আজকের মানুষের ব্যস্ত জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু অনেক সময়ই, এই পোষ্যরা কাউকে দেখে ভয় পেলে বা হুমকি বো🌌ধ করলে, ক্ষিপ্ত হয়ে তাঁর উপর আক্রমণ করে বসে। এমনই একটি ঘটনা ঘটে গিয়✱েছে চিনে। যেখানে একটি পোষা কুকুর, এক গর্ভবতী মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে, দুর্ভাগ্যবশত ওই মহিলার গর্ভপাত হয়ে যায়। বিপাকে পড়ে যান কুকুরের মালিক।
আসল ঘটনা এটাই
ওই গর্ভবতী মহিলার বয়স ৪১ বছর, নাম ইয়ান। তিনি এদিন তাঁর বাড়ির কাছেই একটি কুরিয়ার নিতে যাচ্ছিলেন। তখন হঠাৎ করেই একটি গোল্ডেন রিট্রিভার কুকুর পাশের বি♉ল্ডিং থেকে বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুর দেখে ভয় পেয়ে ইয়ান আকস্মিক পিছু হটেন। পিঠে আঘাত পান। শরীরের নীচের অংশেও ব্যথা করতে শুরু করে। এরপরই ইয়ান তাৎক্ষণি⭕কভাবে পুলিশকে ফোন করে পুরো ঘটনার কথা জানান।
ꦇইয়ানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সারারাত চিকিৎসকদের পর্যবেক্ষণেও রাখা হয়। পরদিন সকালে টেস্ট করলে দেখা যায়, সন্তানের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়টি একেবারেই মানতে পারেননি ইয়ান। বিধ্বস্ত হয়ে বলেন, 'আমি ৪ মাসের গর🎉্ভবতী ছিলাম। আমি দুঃখিত যে আমার বাচ্চাকে বাঁচানো গেল না।' আরও দুঃখজনক ব্যাপার এটাই যে ৩ বছর ধরে একাধিক ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) সার্জারি করার পরই ইয়ান প্রথমবারের মতো গর্ভবতী হয়েছিলেন।
আরও পড়ুন: (Durga Puja Wishﷺ: মুঠোফোনের মাধ্যমে পাঠান শারদীয়ার শুভেচ্ছা𒐪বার্তা, আপনার জন্য রইল কিছু নমুনা)
ইয়ান এরপরই বলেন, 'এই গর্ভপাতের কারণে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি।' মনে থেকে ভেঙে গিয়ে, তিনি কুকুরটির মা🃏লিক লি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত তাঁর পক্ষেই রায় দেয়। কুকুরটির কারণে ইয়ান যে শারীরিক ও মানসিক কষ্ট পেয়েছেন, তার জন্য লিকে ৯০,০০൩০ ইউয়ান অর্থাৎ প্রায় ১০,৬৩,২৭৮.৯০ লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে সাংহাই আদালত।
লি তাঁর পোষ্যের দোষ মানতে নারাজ
আদালতের সামনে লি বলেছেন যে তাঁর কুকুর অন্ধদের পাশে দাঁড়ায়। সে কারও ক্ষতি করতে পারে না। লি এদিন ইয়ানকেও প্রশ্ন ছু🗹ঁড়েছিলেন, তাঁর দাবি ছিল যে আইভিএফ-এর মাধ্যমে যখন তিনি মা হচ্ছেন, তখন এর সঙ্গে আসা সম্ভাব্য ঝুঁকিগুলি সম্পর্কে তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে লি এটা স্বীকার করেছেন যে তিনি তাঁর কুকুরকে এদিন বেঁধে রাখেননি। যেখানে চিনে, পাবলিক প্লেসে পোষ্য কুকুরদের বেঁধে রাখা বাধ্যতামূলক।
আরও পড়ুন: (🥃Durga Pujo with NBSTC: পুজোয় কি এবার উত্তরবঙ্গে? এনবিএসটিসির পুজো পরিক্রমার বুকিং শুরু, ডিনারও থা𝓡কছে)
চিনের প্রাণী মহামারি প্রতিরোধ আইন অনুসারে, পোষা প্রাণীর মালিকদের অবশ্যই তাদের কুকুরগুলিকে পাবলিক🧜 প্লেসে বেঁধে রাখতে হবে। যদি ꩵতা না করা হয়, তবে তাঁদের ২০০ ইউয়ান পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কুকুর কাউকে আঘাত করলে মালিককে ক্ষতিপূরণ দিতে হয়।