ܫ রতন টাটার চলে যাওয়ায়, আরও একবার লাইমলাইটে প্রাক্তন কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়া। তিনি স্বর্গীয় শিল্পপতির বিষয়ে এমন কিছু কথা সামনে এনেছেন, যা নিতান্তই কল্পনার বাইরে।
🎐 আজ থেকে প্রায় ১৫ বছর আগে, রাজনৈতিক নেতা, শিল্পপতি ও সাংবাদিকদের সঙ্গে এই নীরা রাডিয়ার ফাঁস হওয়া ফোন কলই ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি সামনে এনেছিল৷ টাটার চলে যাওয়ার দুই মাস আগে পর্যন্ত তাঁর সঙ্গে কথা হয়েছে রাডিয়ার। সেই বন্ধুত্বের দিনগুলো থেকেই কিছু বিশেষ মুহূর্ত এদিন মনে পড়ে গিয়েছিল রাডিয়ার। এনডিটিভি প্রফিটকে রাডিয়া জানিয়েছেন, আমরা যখনই পারতাম ফোনে কথা বলতাম। এক সঙ্গে অনেক মুহূর্ত মনে আছে।
ꦯ এদিন সাক্ষাৎকারে নীরা রাডিয়া জানান, রতন টাটা যখন প্রথমবারের মতো বলেছিলেন যে তিনি এক লক্ষ টাকার মধ্যেই একটি গাড়ি তৈরি করতে চান, তখন নীরা তাঁর কথা শুনে কিছুটা হতবাকই হয়েছিলেন। আসলে, মধ্যবিত্ত মানুষেরও যাতে নিজস্ব গাড়ি থাকার স্বপ্ন পূরণ হতে পারে সেটাই নিশ্চিত করতে চেয়েছিলেন টাটা। যদিও টাটা গ্রুপ ২০১৮ সালে সস্তার এই ন্যানো গাড়ির উৎপাদন বন্ধ করে দেয়।
আরও পড়ুন: (🎶Kojagori Laxmi Puja 2024: লক্ষ্মীপুজোয় ভোগ হোক একেবারে নতুন, নিবেদন করুন এই বিশেষ রাবড়ি)
ꦕ একবার, দুবাইয়ের একটি মলে হঠাৎই একজন লোক এসে রতন টাটাকে বলেন, তাঁর একটা টাটা ইন্ডিকা গাড়ি আছে। এতে টাটার মনে হয়েছিল হয়ত এই গাড়ির পারফরম্যান্স একেবারেই পছন্দ হয়নি গ্রাহকের, তিনি অভিযোগ করতে এসেছেন। সেসময় দুবাইয়ের একটি মলে রতন টাটা এবং টাটা গ্রুপের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নীরা রাডিয়াও। রাডিয়ারও তাই মনে হয়েছিল। কিন্তু, না, ওই ব্যক্তি আসলে টাটার গাড়ির প্রশংসা করার জন্যই এসেছিলেন। বলেছিলেন যে তিনি টাটা গাড়িটি খুব পছন্দ করেন, তাই তিনি এই গাড়িটি কিনেছিলেন।
🍨 এদিনের মিষ্টি এই ঘটনার কথা স্মরণ করে নীরা রাডিয়া আরও বলেন যে রতন টাটা হ্যান্ডশেক করতে খুবই পছন্দ করতেন। সেই গ্রাহকের মুখে নিজের কোম্পানির প্রশংসা শুনে গর্বিত রতন টাটা
🧸 ওই ব্যক্তির সঙ্গেও হ্যান্ডশেক করেছিলেন। এসময় তাঁর মুখে খুশির ছাপ দেখা যায়। লোকটি চলে যাওয়ার পর টাটা বলেছিলেন তাঁর খুব ভালো লেগেছে। কেউ ভালো মন্তব্য করলে খুবই ভালো লাগে। রতন টাটার মৃত্যুর পরে, নীরা রাডিয়ার স্মৃতিতে রতন টাটার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ফিরে ফিরে আসছে।
আরও পড়ুন: (ꦍBangla Jokes Collection: ছুটির দিন মানেই আনন্দে থাকার দিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন থাকুক ফূর্তিতে)
রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েল টাটা
൩রতন টাটা, যিনি টাটা গ্রুপকে একটি বিখ্যাত গ্লোবাল কোম্পানিতে পরিণত করার জন্য পরিচিত, গত বুধবার মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটার ৬৭ বছর বয়সী সৎ ভাই, নোয়েল টাটা, টাটা ট্রাস্টের নতুন প্রধান মনোনীত হয়েছেন। নোয়েল টাটাকে টাটা ট্রাস্টে রতন টাটার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার পর, এ প্রসঙ্গে নীরা রাডিয়া এনডিটিভি প্রফিটকে বলেন, এই সিদ্ধান্তে রতন টাটা খুব খুশি হবেন। তিনি সর্বদাই ঐক্যমতে বিশ্বাস করতেন, এটাই পছন্দ করতেন।