বাংলা নিউজ > টুকিটাকি > Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ
পরবর্তী খবর

Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ

সোমবার বকরি ইদ তথা কোরবানির ইদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

মতামত: ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

নিজের একটি অভಞি🍷জ্ঞতা দিয়ে শুরু করি৷ ২০০৬ সালে কোরবানির ইদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকতে হয়েছিল৷ প্রিয়জনদের ছাড়া সেটাই প্রথম ইদ৷ ইদের দিন সকালে মন বেশ খারাপ৷

তাই দুপুরের দিকে ঘুরতে বের হয়ে ভাবছিলাম বাংলাদেশের মতো যত্রতত্র পশু জবাই হবে আর বর্জ্য ফেলে রাখা হবে৷ কয়েকটি এলাকা ঘুরে কোথাও গরু জবাইয়ের চিহ্ন এমনকী নাকে কোন দুর্গন্ধও পেলাম না৷ পরে জেনেছি, সেদেশে নির্দিষ্ট স্থানের বাইরে পশু জবাই দেওয়া হয় না৷ বর্জ্য ব্যবস্থাপনাও এমনভ🌱াবে করে যেন পরিবেশ দূষণ না হয়৷ অবাক হয়েছিলাম বাংলাদেশের বাস্তবতা ভেবে৷

ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের💎 সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

ছোটবেলায় গไ্রামে এরপর ঢাকা শহরে দেখেছি অপরিকল্পিতভাবে যত্রতত্র গরু ও ছাগল জবাই করে কত দ্রুত মাংস ঘরে নেওয়া যায়, তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতেন সবাই৷ এর উদ্দেশ্য কোরবানির মাংস রান্না করে তা উপভোগ করা৷ এসব কোরবানির ভালো, আনন্দের দিক৷ তবে এর অন্যদিকটি নোংরা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর৷

সে সময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা🦹র দিকে নজর দেওয়া হত না৷ পশুর মল-মূত্র ও রক্ত বাড়ির সামনে, আশেপাশে, রাস্তাঘাট ও নর্দমায় ফেলা দেওয়া হত, যা পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে স্বাস্থ্যহানির কারণ ছিল৷ বর্জ্য পচে এমন দুর্গন্ধ ছড়াত, যা সহ্য করা কঠিন ছিল৷

অবশ্য ইদানীং মানুষের মাঝে সচেতনতা বেড়েছে৷ পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রশাসনের দিক ⛦থেকেও অনেক ধরনের উদ্যোগ নিতে দেখা য⛦ায়৷

আগের মত গ্রামে যত্রতত্র পশু জবাই না করে ফাঁকা একটি জায়গায় করা হয়৷ কোরবানির পর বর্জ্যসমূহ গর্তে পুঁতে ফেলার উদ্যোগ গ্রহঁ করে৷ কিন্তু পশু জবাইয়ের স্থান ভালোমত পরিষ্কার করা হয় না৷ ফলে রক্ত ও কিছু বর্জ্য ছড়িꦏয়ে ছিটিয়ে থাকে, যা দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ঘটায়৷

অন্যদিকে, ঢাকা পরিস্থিতিও উন্নতি হয়েছে৷ পর্যাপ্ত না হলেও কয়েক বছর পূর্বে দুই সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় কোরবানি স্থান নির্ধারণ করে দেয় এবং জনসাধারণকে সেখানে কোরবানি করতে উৎসাহিত করা হয়৷ কোরবানির বর্জ্য দ্রুত সংগ্রহ ও অপসারণের জন্যেও সিটি কর্পোরেশনের কর্মীদল মোতায়েন থাকে৷ তাঁরা কোরবানির পরে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়৷ নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যায়৷ বড় শহরগুলোর চিত্র অনেকটা সেরকমই🧸৷

তবে 📖নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের যে উদ্যোগ দুই সিটি কর্পোরেশন নিয়েছিল, তা ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে মানুষের স্বদিচ্ছার অভাবে৷ প্রথম দিকে কিছু মানুষ সেখানে পশু জবাই দিলেও তা আর ধরে রাখেনি৷ বিভিন্ন ꧅অজুহাত যেমন নির্ধারিত স্থান বাড়ি থেকে দূরে, সেখানে পর্যাপ্ত জলের অভাব ইত্যাদি কারণে মানুষ নিজ-নিজ বাসাবাড়ির ভেতরে বা বাইরে জবাই দিয়ে থাকেন৷

এভাবে নির্ধারিত স্থানের বাইরে যেখা꧋নে সেখানে কোরবানি দেয়ার ফলে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে৷ অন্যদিকে, বিশাল জনগোষ্ঠীর তুলনায় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কম হওয়ায় সময়মত বর্জ্য অপসারণ সম্ভব হয় না৷ আবার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও রয়েছে, যার ফলে কার্যকরভাবে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা সম্🔯ভব হয় না৷

মোট কথা, ঢাকার কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার অঙ্কটা অনেকটা দু'ধাপ এগিয়ে এ🐻কধাপ পিছিয়ে পড়ার মতো৷ আগের চেয়ে অবস্থা ভালো হলেও বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় দিনভর কোরবানি দেওয়ার কারণে বর্জ্য পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না৷ রাস্তাঘাটে এবং নর্দমায় পশুর রক্ত ও অন্যান🉐্য বর্জ্য জমা হয়ে দুর্গন্ধ এবং মশার উৎপত্তি ঘটায়৷

জানা যায়, মালয়েশিয়ায় কোরবানির ইদ এখন আরও সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়, যেখানে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং কমিউনিটি সংগঠনগুলো সক🍎্রিয় ভূমিকা পালন করে৷ যত্রতত্র কোরবানি না হয়ে নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে স্বাস্থ্যকর পরিবেশে কোরবানি করা হয়৷ পশু জবাইয়ের জন্য থাকে নির্দিষ্ট সময়সূচি ও নির্দেশিকা৷ কোরবানির স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়৷ কোরবানির পরপরই নির্দিষ্টꦏ স্থানগুলোতে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়৷

আমাদের দেশেও তেমনটা সম্ভব৷ এজন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে, বর্জ্য ব্যবস্থꦕাপনায় মনযোগী হতে হবে৷ আর তাহলেই ঢাকা-সহ পুরো বাংলাদেশে দুর্গন্ধ ও দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে কোরবানির ইদ উদযাপন করা সম্𓆏ভব হবে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া ꧟হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেꩲখেননি।)

 

Latest News

ড𒁃িম তো খান অহরহ, কিন্তু ডিম নিয়ে রান্নার এই কারিকুরি কি জানেন নেহরু-পরিবারকে মহিমান্বিত করতেই বিরসা মুণ্ডাকে স্বীকৃতি 🦹দেওয়া হয়নি, তোপ মোদীর 'বিশ্বের কাছে ভারত শুধু বাজার নয়...', বড় দাবি জ🉐য়শংকরের, মুখ খুললেন চিন নিয়েও ঘ🃏ুম থেকে উঠে ঘরের বাইরে পা রাখতেই মুখোমুখি গজরাজের দল, জলপাইগুড়িতে আলোড়ন চুল পড়া আটকাতে চান? গ๊োড়া মজবুত 🗹করতে চান? এই ৪টি জিনিস লাগান ‘আমি খ꧃ারাপ ছেলে, মা-কে কোনওদিন সুখ দিতে পারিনি…’,সব পেয়েও কেন হাহাকার অরিজিৎ-এর! শ্রবণশক্তির সমস্যা বাড়ছে শিশুদের মধ্যে! আপনার খ💜ুদের খেয়াল রাখবেন কীভাবে CSK-র ট্রায়ালের আগে দাপুটে শতরানে মুম্বইকে জেতালেন ১৭ বছরের আয়ুষܫ, চমক শার্দুলের রাস্তাঘাটে, সো𒈔শ্যাল মিডিয়ায় স্টকের শিকার হচ্ছেন? বিপদ এড়াত🉐ে কী করবেন নামমাত্র অঙ্কে খাতা খুলল সবরমতী রিপোর্ট, প্রথমদিন কত আয়ও করল বিক্রান্তের ছবি?

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেট🎐ারদের সোশ্যাল মিডಌিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ💙্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারꦦা? বিশ্বকাপ জিত✱ে নিউজিল্যান🉐্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিꩵউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তဣারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন ౠদাদু, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা ဣপেল নিউজিল্যান্ড? টুর্নামে🌳ন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি ল🏅ড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ꦐাকে হারাল দক্ষিণ আফ্রিকা জ🐓েমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃ﷽তি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেওಌ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ন😼াইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.