Profit From Durga Puja Business: পুজো মানেই ঘোরাঘুরি, আড্ডা আর পেটপুজো। এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে নতুন করে বলার আছে পার্ক স্ট্রিট ও চায়না টাউনের রেঁস্তোরাগুলির। কারণ এবারের পুজো তাদের কাছে সম্পূর্ণ অন্যরকম। পঞ্চমীর দিন থেকেই পুজো উপলক্ষে রেঁস্তোরাগুলিতে ঠাসা ভিড় শুরু হয়ে গিয়েছিল এবার। চায়না টাউন বা পার্ক স্ট্রিটেও এবার দেখা গেল তেমনটাই (Profit From Durga Puja)। অধিকাংশ রেঁস্তোরা মালিক জানাচ্ছেন, এই বছরের পুজো তাদের বেস্ট পুজো একরকম। কারণ অন্যবারের তুলনায় অনেক বেশি বিক্রি ছিল এবার। শুধু তাই নয়, পুজো উপলক্ষে বিপুল মানুষের ঢল ছিল রেঁস্তোরাগুলিতে𒆙 (Profit From Durga Puja Bus🐻iness)।
আরও পড়ুন - ꦰAbusing Maa Durga: অশ্রাব্য গাল দ💎িয়ে, ঝাঁটা মেরে বিদায় জানানো হয় মাকে, এই পুজোর রীতি বড় অদ্ভুত
উপচে পড়া ভিড় রেঁস্তোরায়
শুধু যে চায়না টাউন বা পার্ক স্ট্রিটের রেঁস্তোরাগুলি এই ঢলের মুখোমুখি হয়েছে তা কিন্তু নয়। সল্টলেকে সাধারণত কলকাতার থেকে কম ভিড় হয়। কিন্তু সেখানকার রেঁস্তোরাগুলির ছবি কিছুটা আলাদা ছিল। পুজোর দিনগুলিতে সেই রেঁস্তোরাগুলি ছিল🎃 ভিড়ে ঠাসা। গভীর রাত পর্যন্ত চলেছে খাওয়াদাওয়া। বিশেষ করে সেক্টর ফাইভের রেঁস্তোরাগুলিতে এই ভিড় দেখা গিয়েছে। কারণটা অবশ্য অন্য। পুজোর দিনগুলিতেও যাদের অফিস ছিল, তারা পুজোর ‘আনন্দ’ হিসেবেই পা ফেলেছেন রেঁস্তোরায়। এছাড়াও, শহরের অন্যান্য রেঁস্তোরাতেও দেখা গিয়েছ একইরকম ভিড়। পথের ধারের বিভিন্ন ফুটপাথের দোকানগুলিও পুজোর সময় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বালিগঞ্জ, গড়িয়াহাট, কালীঘাটসহ উত্তরের হাতিবাগান, শোভাবাজার, উল্টোডাঙার মতো এলাকার দোকানগুলিতে দেখা গিয়েছে বাঁধভাঙা ভিড়।
আরও পড়ুন - Home Remedies: পুজোর জামাকাপ💜ড়ে বেকায়দায় খাবারের দাগ? এভাবে উধাও হবে সহজেই
শহরের চেহারা
কোভিডের পর থেকে এই প্রথম এত ব্যবসা হল বলে মনে করছেন অনেক রেঁস্তোরা মালিক। কেন এই বছর এত বেশি ব্যবসা? তার কারণ হিসেবে কেউ কেউ মনে করছেন পুজোর ভিড়। অন্যদিকে আবার করোনার কারণও এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত দু-তিন বছর করোনার জন্য সেভাবে ভিড় হয়নি রেঁস্তোরাগুলিতে। কারণ পরিচ্ছন্নতা ও রোগ ছড়ানোর ভ🀅য়। কিন্তু সেই ভয় এবার অনেকটাই কাটিয়ে উঠেছে শহর। যার ফলশ্রুতি হিসেবে শহরের বিভিন্ন রেঁস্তোরাতে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়।