সৌরভ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনি নক্ষত্রের প্রাধান্য হয়, তখনই পালিত হয় জন্মাষ্টমী। হিন্দুরীতি অনুযায়ী, জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মা𓆏ষ্টমী একটি বিশাল বড় উৎসব। এই দিনটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করা হয়। জন্মাষ্টমীকে গোকুল💞াষ্টমী, অষ্টমী রোহিনী, শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পালন করা হয়।
শ্রীকৃষ্ণের জন্মদিনে উপলক্ষে আপনি যদি আপনার বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান, তাহলে একেবারে দেরি করবেন না, এখনই বন্ধুকে পাঠিয়ে ꦍদিন শুভেচ্ছা বার্তা। দেখে নিন কী লিখতে হব❀ে আপনাকে।
আজকের এ♎ই শুভদিনে তোমার জীবনের সমস্ত ক🦄ালো মেঘ দূর হয়ে যাক, এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: দু’সপ্তাহে পক্ষাঘাতে আক্রান্ত ৪ গণ্ডার শা𝓰বক, নতুন সমস্যা জলদাপাড়া জাতীয় উদ্যানে)
বন্ধু তুমি আজ অনেকটাই দূরে আমার থেকে, তবুও মন থেকে তুমি 🦩এখনও আমার অনেক কাছাকাꦿছি। তোমাকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার জীবনে🦩 কখনও কষ্ট না আসুক, সর্বদা হাসি মুখে থাকো সকলকে নিয়ে। তোমাকে জানাই জಌন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা।
ভৌগোলিক দিক থেকে হয়তো আমরা অনেকটাই দূরে আছি, কিন্তু আজও আমরা মনের দিক থেকে রয়েছি, খুব কাছাকাছি। জন্মাষ্টমীর এই শুভ তিথিতে তোমাকে জা🥃নাই অনেক শুভেচ্ছা।
একসময় একসঙ্গে জন্মাষ্টমীর দিন আনন্দে কাটাতাম আমরা, আজ তুমি আমার থেকে অন🌜েকটা দূরে। সকলকে নিয়ে ভালো থাকো এই কামনাই করি। তোমাকে জানাই জন্মাষ্টম♋ীর অনেক অনেক শুভেচ্ছা।
শ্রীকৃষ্ণের আশীর্বাদে স্ত্রী সন্তানকে নিয়ে♏ ভালো থাকো, মন থেকে করি এই কামনাই। তোমাকে জানাই জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা।
(আরও পড়ুন: ‘অবাক🗹𒀰 জলপান’ নয়, বরং বিষাক্ত জলপান করছেন বিশ্ববাসী, দাবি রিপোর্টে)
প্রার্থনা করি এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণ তোমার বাড়িতে আসুন, তোমার ওপর ত🐬াঁর আশীর্বাদ সবসময় বিরাজ করুক। তোমাকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
তোমার বাড়িতে পড়ুক শ্রীকৃষ্ণের পায়ের ধ🔜ুলো। এই পবিত্র দিনে আনন্দময় হয়ে উঠুক তোমার জীবন। মনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হোক, তোমাকে জানাই জন্মাষ্টমীর প্রীতি এব✤ং শুভেচ্ছা।
নন্দগোপাল শ্রীক𒀰ৃষ্ণের আশীর্বাদে তোমার জীবন হয়ে উঠুক আনন্দময়, শুভ জন্মাষ্টমীর অনেক শুভ꧟েচ্ছা।