অন্ত্রের ক্যানসার হয়েছিল। তার পরীক্ষা করাতে 🍷গিয়েছিলেন এক রোগী। এর জন্য পেটের ভিতর ঢোকানো হয় ক্যামেরাসহ একটি পাইপ। কিন্তু সেটা ঢোকানোর পর দেখা গেল অন্য একটি জিনিস। দেখা গেল পেটের ভিতর একটি আস্ত টাটকা মাছি! কিন্তু পেটের ভিতর সেটা গেল কী🐽 করে? খাবার দিয়ে? তাহলেও তো মাছিটি আস্ত থাকার কথা নয়! এই ঘটনাই এখন ভাবাচ্ছ চিকিৎসকদের। সম্প্রতি এই ঘটনাটিই রীতিমতো সারা ফেলে দিয়েছে চিকিৎসক মহলে।
(আরও পড়ুন: এক্কেবারে🎃 ঘরকুনো, বেড়াতে যাওয়ার কথা উঠলেই জ্বর আসে এই ৪ 𝓀রাশির)
ঠিক কী ঘটেছিল? কোলন ক্যানসারে ভুগছিলেন ওই ব্যক্তি। সেই ক্যানসার কতটা ছড়িয়েছে তা দেখতেই বিশেষ পাইপ দিয়ে কোলনস্কোপি করা হয়। সেই পাইপের সঙ্গে জোড়া থাকে একটি ক্যামেরা। তা পেটের ভিতর ঢোকাতেই দেখা যায় সেখানে রয়েছে একটি মাছ🎉ি। কিন্তু সেই মাছি সেখানে কী করে গেল? চিকিৎসকরা এই প্রশ্ন করেছিলেন রোগীকে। আগের রাতে কী খেয়েছিলেন তিনি? ৬৩ বছর বয়সি ওই রোগী বলেন, আগেরদিন রাতে তিনি পিজ্জা খেয়েছেন। সঙ্গে ছিল লেটুসপাতা। এছাড়া, আর কিছুই খাননি। খাবারে কি মাছি ছিল? রোগী জানান, খ💧াবারের মধ্যে তেমন কিছুই ছিল না! থাকলে তা তাঁর চোখে পড়ত।
(আরও পড়ুন: কারও কুদৃষ্টি পড🦹়লেও চাপ নেই, অটুট থাকবে প্রেম! ৫ উপায় মেনে চললেই হবে)