ট্রেনের বার্থে শুয়ে-বসে ঝরনা উপভোগ করা𒁏র জন্য দারুণ ব্যবস্থা করে দিয়েছে রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রীকে এমনই কটাক্ষ কংগ্রেসের। এসি কোচের ভিতরে, জল পড়ার ভিডিয়ো একটি ভাইরাল। রেলের এই দুরবস্থার ভিডিয়ো দেখে হতবাক সকলেই। বিতর্ক ডানা বাঁধছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: (Shah Rukh Khan: একটি বা দু’টি ♔নয়, তিন তিনটি ব্রেসলেট দেখা গেল শাহরুখের কব্জিতে, দাম লক্ষাধিক)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
জবলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসেই ঘটেছে ঘটনাটি। চলন্ত রেলের একটি বগির ছাদ থেকে জল পড়ার ভিডিয়ো সামনে এসেছে। কংগ্রেস তার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে রীতিমত কটাক্ষ ছুঁড়েছে কেন্দ্রীয় সরকারের দিকে। লিখেছে, 'রেল মন্ত্রী, ব্যাপার কি!! ট্রেনে যাত্রীদের ঝরনা উপভোগ করার সুবিধা দিয়েছেন। এই অনন্য ঝরনাটি দেখা গেল জব্বলপুর নিজামুদ্দিন এক্সপ্রেসে। মানুষেরও ভ্রমণের🍌 সময়, ঝরনা উ🎐পভোগ করা উচিত।' আর তা দেখেই নেটিজেনরা রেগে আগুন।
নেটিজেনরা কী বলছেন
কেউ নিন্দার ঝড় তুলে বলেছেন, 'এখন ট্রেন𓄧ে ওঠার আগে স্থান করার দরকার নেই।' আবার কেউ বা ভার💛তীয় রেলওয়ের সঙ্গে ক্রমাগত ঘটে যাওয়া দুর্ঘটনার কথা হাইলাইট করেছেন। একজন বলেছেন, 'রেলের ছাদের গা বেয়ে জল পড়া, ট্র্যাকে গ্যাস সিলিন্ডার বসিয়ে দেওয়া, অ্যালয় হুইল কিংবা বড় পাথর রেখে ট্রেন লাইনচ্যুত করা বা দাঁড়িয়ে থাকা ট্রেনে হঠাৎ আগুন লাগিয়ে দেওয়া, কেন হচ্ছে এইসব। এর শেষ কোথায়।'
আরও পড়ুন: (Vir♊al: লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্꧂পানি)
অনেকে আবার কংগ্রেসকেও দোষারোপ করেছেন। একজনের দাবি, 'রেলওয়ে ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করে তাদের জানান! তারা এটা ঠিক করবে। কংগ্রেসের মতো আপনিও কেন কেন্দ্রীয় মন্ত্রীকে বারবার দোষারোপ করছেন।🐻 আপনার বাড়িতে বিদ্যুৎ চলে গেলে আপনিও কি কংগ্রেসের মতো সমাধান না খুঁজে মোদী মোদী করে চিৎকার শুরু করবেন? আমি মনে করি ভাই আপনি বুদ্ধিমান মানুষ। শুধু রাহুল থেকে দূরে থাকুন।'