দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দিল্লিতে। বাড়িতে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম থানার একটি আবাসনে। জানা গিয়েছে, সালফারের সঙ্গে পটাশিয়াম মিশিয়ে বাজি 🌄তৈরি করার চেষ্টা করছিলেন ওই যুবক। তাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত যুবকের নাম হিমাংশু কুমার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ♍ছাড়াও, একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: রাজ্যের প্রতি জেলায় একমাস ব্যাপী বাজিবাজারের অনুমোদন র💦াজ্য সরকারের
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকি জানান, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে । ওই এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশের কাছে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বাজি তৈরি করতে গিয়ে এই বিস্ফোরণ। তাকে উদ্ধার করে জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৮টা নাগাদ তার মৃত্যু হ൩য়। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অপরাধ ও ফরেনসিক দল ꦇঘটনাস্থল পরিদর্শন করে। তা খতিয়ে দেখার পর তদন্তকারীরা জানতে পারেন, দীপাবলির জন্য আতশবাজি তৈরি করতে সালফার এবং পটাসিয়াম মেশাচ্ছিলেন ওই যুবক। তার জেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় ওয়েলকাম থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।