বাংলা নিউজ > ঘরে বাইরে > ৫ সন্তানের বাবা, শ্রমিক নেতা থেকে কংগ্রেসের শীর্ষে মল্লিকার্জুন, জানুন ১০ পয়েন্ট
পরবর্তী খবর
পৌলমী ঘোষ
শশী থারুরকে হারিয়ে এবার কংগ্রেসের সভাপতি পদে বসছেন মল্লিকার্জুন খাড়গে। প্রায় ৭ হাজার ভোট পেয়ে তিনি এই চেয়ারে বসছেন। এদিকে গত ২৪ বছরে এই প্রথমে গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে বসছেন। তিনি জানিয়েছেন, আমার সহযোগী শশী থারুরকে অভিনন্দন জানিয়েছি। আমি🤪 তাঁর সঙ্গে দেখা করেছি। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সেব্যাপারে আলোচনা করেছি। সমস্ত কর্মীদের তরফে আমি সোনিয়া গান্ধীকে⛦ ধন্য়বাদ জানাচ্ছি। তাঁর নেতৃত্বে আমরা ফের সরকারে ফিরব।
এবার ৮০ বছর বয়সী সে꧅ই মল্লিকার্জুন সম্পর্কে ১০টি বি🌃ষয় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
১. জগজীবন রামের পরে দ্বিতীয়বার কোনও দলিত নেতা এই 𝓰চেয়ারে বসছেন।
৩. ১৯ღ৪২ সালে জন্মেছিলেন তিনি। কলেজ থেকে তিনি রাজಌনীতিতে আসেন।