বিজেপি নেতা বিজয়ন্ত জয় পান্ডা কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছিলেন, ওড়িশার সুন্দরগড় জেলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় এক আদিবাসী নারী এসেছিলেন আমার কাছে। তিনি ১০০ টাকা আমাদের দিয়েছিলেন। তিনি🃏 বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার ধন্যবাদ জানাবেন।
এদিকে সেই টুইটটাকে তুলে ধরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, এই ভালোবাসা আমা🌱র হৃদয়কে স্পর্শ করেছে। নারীশক্তি আমাকে বার বার আশীর্বাদ করেছে। বিকশিত ভারত তৈরির জন্য তাঁদের এই আশীর্বাদ সমসময় কার্যকরী হয়েছে।
কার্যত আদিবাসী রমণীর এই দান মন ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই আদিবাসী রমণী কার্যত সহায় সম্বলহীন। তবে প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনায় তিনিꦗ অত্যন্ত খুশি। সেকারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর অন্তরে♛র কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত বর্তমানে ওড়িশায় বিজেপি ক্ষমতায় এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই নারীদের প্রতি। তিনি নিজেই লিখেছেন বিকশিত ভারত তৈরির জন্য তাঁদের আশীর্বাদ সবসময় পাথেয় হয়ে রয়েছে। তিনি নারীশক্তির জয়গান গেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হৃদয় ছুঁয়ে গিয়েছে ওই আদিবাসী রমণীর 🎃এই কৃতজ্ঞতা প্রকাশকে।