রেল মন্ত্রকের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম মানুষদের সুবিধার্থে দেশের ৫৯৭টি রেল স্টেশনে লিফট এবং এস্কেলেটরের ব্যবস্থা করা হয়েছে। তবে হয় লিফট না হলে এস্কেলেটর গড়ে তোলা হয়েছে। এই কাজের ফলে একদিকে প্রবীণ নাগরিকদের সিঁড়ি ভাঙার ঝক্কি নিতে হবে না। অপরদিকে বিশেষভাবে সক্ষমদের সুবিধা হবে। তাঁরা সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্যত্র স্থান বদল করতে পারবেন। আবার সিঁড়িও ভাঙতে হবে না উপরে ওঠার জন্য। ২০২৩ সালের ডিসেম্বর মাস🍌েই ৩৭২টি স্টেশনে ১২০০’র বেশি এস্কেল💜েটর বসানো হয়েছে বলে রেল মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে।
রেল সূত্রে খবর, এই কাজ করার ফলে প্ল্যাটফর্মের উন্নয়ন হচ্ছে। আবার বিশেষ💦ভাবে সক্ষম মানুষদের যাতায়াতে সুবিধা হবে। তাই এই কাজকে বলা হচ্ছে ‘সুগম ভা💙রত মিশন’। আর রেল মন্ত্রক আরও জানিয়েছে, অ্যাক্সেসিবল ভারত প্রচার’ অভিযানের অংশ হিসেবে বিশেষভাবে সক্ষম মানুষদের কাছে রেল স্টেশন এবং ট্রেনগুলিতে থাকা নানা সুবিধা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বয়স্ক, অসুস্থ এবং দিব্যাঙ্গ মানুষদের চলাফেরার সুবিধা করে দিতে এই উদ্যোগ কার্যকর করা হবে। তবে এই উন্নয়নের কাজ প্রতিনিয়ত চলতে থাকবে।
এদিকে এই কাজের জেরে বিশেষভাবে সক্ষম মানুষদের মসৃণ পরিষেবা দেওয়া যাবে। আবার তাঁদের সফরকে নিরাপদ করাও যাবে। ২০১৪ সাল থেকেই এই কাজ শুরু হয়। ধাপে ধা♛পে তা চলতে থাকে। ২০২৩ সালে তা চরমে পৌঁছয়। ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১ হাজার ১৪৪টি এস্কেলেটর একাধিক স্টেশনে বসে। শুধু ২০২৩ সালেই ১২৮টি এস্কেলেটর বসেছে স্টেশন প্ল্যাটফর্মে বলে রেল মন্ত্রক সূত্রে খবর। এবার সেটাই আরও ৫৯৭টি এস্কেলেটর বসানো হয়েছে। যেখানে এস্কেলেটর বসানো যায়নি সেখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে। কারণ বিশেষ সক্ষম মানু🔥ষদের এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যেতে সিঁড়ি ভেঙে যাওয়া কষ্টকর।
আরও পড়ুন: পাত্রের পাত্রী খোঁজার দায়িত্ব নেন মহꦡিলা ঘটক, বালুরঘাটে যুবকের সঙ্গে ভাগলবা বধূ
অন্যদিকে তাই এক্সেলেটর থাকলে সেটা সহজে হবে। নিদেন পক্ষে লিফট থাকলেও এই স্থানান্তর করা সম্ভব। ২০২৩ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার একটা খসড়া নিয়মাবলী গড়ে তোলে। সেখানে বিশেষ সক্ষম মানুষদের যাত্রা মসৃণ করতে নানাভাবে সমীক্ষা চালায়। সেখান থেকে উঠে আসা তথ্যের 🐻ভিত্তিতে কাজটি করা হয়। এই কাজ এবং গাইডলাইন ওয়েবসাইটে ও অ্যাপে দিয়ে দেওয়া হয়। যাতে বিশেষ সক্ষম মানুষরা তা দেখতে পান। আর পরিষেবা নেন। শুধু তাই নয়, এই প্রচারের জেরে বিশেষ সক্ষম মানুষজন অনেকটা নিশ্চিন্ত হচ্ছেন। এছাড়ꦫা রেল স্টেশনগুলিতে এই পরিষেবার কথা নানাভাবে প্রচার করা হচ্ছে।