দিওয়ালি এবং ছটপুজোর সময় রেলযাত্রীদের হুড়োহুড়ির দৃশ্য এখন 'স্বাভাবিক'। তবে রেলযাত্রীদের এই দুর্ভোগ মেটাতে পদক্ষেপ করেছে রেল। তাও ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। এই দুর্ঘটনার জেরে ৯ জন রেলযাত্রী আহত হয়ে হাসপাতালে ভরতি বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল ৫টা ৫৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গেই যাত্রীরা এক সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন। এর জেরেই অনেকে অসুস্থ হয়ে পড়েন, আহত হন। এই ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (আরও পড়ুন: বকেয়া DA না পেলেও সরকারি কর্মীরা পাবেন আরও বড় উপহা♎র? শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত)
আরও পড়ুন: কবে লঞ্চ হবে চন্দ্রযান ৪, গগনযান মিশন? জানালেন ইসরো প্র👍ধান সোমনাথ
রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভরতি আহত রেলযাত্রীরা হলেন - শাবির আব্দুল রহমান, পরমেশ্বর গুপ্তা, রবীন্দ্র চুমা, রামসেবক রবীন্দ্র প্রজাপতি, সঞ্জয় কাঙ্গে, দীবাংশু যাদব, মহম্মদ শরীফ শেখ, নূর মহম্মদ শেখ এবং ইন্দ্রজিৎ সাহানি। তাঁরা সকলেই গোরক্ষপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা স্থিতিশীল হলেও দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। (আরও পড়ুন: কোন অঙ্কে LAC নিয়ে চিনকে🅠 'ঝুঁকতে বাধ্য করেছে' ভারত? 🎶সমীকরণ বোঝালেন জয়শংকর)
আরও পড়ুন: প্যান ডি থেকে শেলকাল, প্রকাশিত নিম্নম⭕ানের ওষুধের ��পূর্ণাঙ্গ তালিকা, দেখুন একনজরে
উল্লেখ্য, দিওয়ালি এবং ছটপুজোর সময় রেলযাত্রীদের ভিড় সামলাতে ৭০০০টি অতিরিক্ত ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এই নিয়ে সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত এই অতিরিক্ত ৭০০০টি ট্রেন চালানো হচ্ছে। এই সময়কালে বহু পরিযায়ী শ্রমিক থেকে পর্যটক রেলে চাপেন। সেই চাপ সামলাতেই দেশজুড়ে ট্র্যাকে ছুটছে অতিরিক্ত ট্রেন। রেলমন্ত্রী জানান, গতবছর উৎসবের মরশুমে ৪৪২৯টি স্পেশাল ট্রেন চালিয়েছিল রেল। সেই সংখ্যার থেকে এবার ৬০ শতাংশ বেশি স্পেশাল ট্রেন নামানো হয়েছে রেল ট্র্যাকে। (আরও পড়ুন: লাদাখের বদলে অরুণাচলে চিনকে ছুট? সরকারি সূত্রের বরাত দিয়ে🍸 বিস্ফোরক দাবি ওয়াইসির)
অশ্বিনী বৈষ্ণব জানান, গড়ে রোজ ১৩৬টি করে স্পেশাল ট্রেন ছুটছে দিওয়ালি উপলক্ষে। এছাড়াও বিভিন্ন স্টেশনে নানন আয়োজন করা হয়েছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে। এছাড়া অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হয়েছে। যাত্রীদের জন্যে অতিরিক্ত কেটারিং পরিষেবার বন্দোবস্ত রাখা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে রেলযাত্রীদের। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধুমাত্র ছটপুজোর কথা মাথায় রেখে দেশ জুড়ে ২ নভেম্বর, ৩ নভেম্বর এবং ৪ নভেম্বর ১৪৫টি স্পেশাল ট্রেন চালানো হবে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে ছটপ🌠ুজোর সময় বিভিন্ন দূরপাল্লার ট্রেনে অসম্ভব ভিড় দেখা গিয়েছে। সেই সব ভিড়ের চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এহেন পরিস্থিতিতে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলে জানান বৈষ্ণব। তবে আজ সকালে ফের সেই একই দৃশ্য দেখা হেল মুম্বইয়ের প্ল্যাটফর্মে।