১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ꦑপাকিস্তানের আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায়। কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে শার✃ীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: প্রাথমিকেও দেদার দুর্নীতি,🐟 রিপোর্ট দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হাজার চাকরির ওপর
পড়তে থাকুন: সন্দেশখালিতে ধ🦂র্মের ভিত্তিতে মহিলাদের ধর্ষণ কর▨েছে শেখ শাহজাহানরা: অমিত শাহ
সোমবার সোয়াত জেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বিয়ে হচ্ছিল ৭০ বছর বয়সী এক বৃদ্ধে♋র। খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় পুলিশ আধিকারিকরা। 🦩বৃদ্ধকে গ্রেফতারের পাশাপাশি কিশোরীর বাবা ও বিয়ের সাক্ষীদের আটক করেছে তারা। কিশোরীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে তারা।
পাকিস্তানে বাল্যবিবাহ কোনও নতুন ঘটনা নয়। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় আকছাড় এরকম ঘটে থাকে। পাকিস্তানি আইন অনুসারে বিয়ের জন্য মেয়েদের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই আইন অমান্য করে অনেকেই কিশোরীদের বিয়ে করেন। এক্ষেত্রে স্থানীয় প্র🐲থা ও পরিবারের অনটন অনেকাংশে দায়ী বলে মনে করা হয়।
আরও পড়ুন: মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বꦇোস
সম্প্রতি পাকিস্তানের থাট্টা জেলায় একই পরিবারের ২ বয়স্ক পুরুষের সঙ্গে ২ কিশোরীর বিয়ে দে꧑ওয়া হয়। বিষয়টি পাকিস্তানের আদালতে উত্থাপিত হলে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুুলিশকে। একই সঙ্গে ২ কিশোরীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
সোমবারের ঘটনায় সোয়াত জে𝓰লার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এই ঘটনায় পাত্রসহ অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ করা হবে।’