𝓡 তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা, জনপ্রিয় ইউটিউবার 'সাভুক্কু' শংকরের বাড়িতে ঢুকে নর্দমার নোংরা জল এবং মানুষের মল ফেলে দিয়ে গেল একদল লোক! বাড়ির সিসিটিভি ক্যামেরায় বন্দি হল সেই ঘটনা। লক্ষ্যণীয় বিষয় হল, সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো ফুটেজে (যার সত্যাসত্য হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করেনি) যাদের এই অপকর্ম করতে দেখা গিয়েছে, তারা সকলেই একইরকম দেখতে রেডিয়াম জ্যাকেট পরে ছিল! সাধারণত, বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানকারী ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের কর্তব্যরত থাকা অবস্থায় এই ধরনের রেডিয়াম জ্যাকেট পরে থাকতে দেখা যায়। ফলত, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রেডিয়াম জ্যাকেট পরে থাকা ওই লোকগুলো আসলে কারা?
💮এই ঘটনায় ইতিমধ্যেই চেন্নাই শহরের জি-৩ কিনপাউক থানায় অভিযোগ দায়ের করেছেন শংকরের মা কমলা। তিনি একজন প্রবীণ নাগরিক। বয়স - ৬৮ বছর। তাঁর অভিযোগ, যারা তাঁদের বাড়িতে ঢুকে এই অপকর্ম করেছে, তারা তাঁকে অশালীন ভাষায় গালিগালাজও করেছে।
💙সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই একটি প্রেস বিবৃতি জারি করেছেন রাজ্য পুলিশের ডিজি শংকর জিওয়াল। তাতে বলা হয়েছে, পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর পদক্ষেপ করে, সেই দাবি জানিয়েছেন কমলা।
♉সংশ্লিষ্ট প্রেস বিবৃতি অনুসারে, অভিযোগকারিণী বৃদ্ধা চেন্নাইয়ের দামোদরমূর্তি স্ট্রিটের বাসিন্দা। সোমবার (২৪ মার্চ, ২০২৫) সকালে পৌনে দশটা নাগাদ হঠাৎই তাঁর বাড়িতে ঢুকে পড়ে জনা বিশেক লোক। তারা বৃদ্ধাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাঁর বাড়ির মধ্যেই নর্মার নোংরা জল ফেলে দিয়ে যায়।
▨অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র নর্দমার নোংরা জল নয়, ওই বাড়ির ভিতর মানুষের মলও ফেলে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্রেটার চেন্নাই পুলিশ ও সেখানকার পুলিশ কমিশনারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন সাভুক্কু। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ডিজিপি-র দফতর থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানেও এমনটা উল্লেখ করা হয়েছে বলে পিটিআই সূত্রে জানা গিয়েছে।
൲এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইউটিউবার সুভাক্কু শংকর। তিনি সোশাল মিডিয়ায় এই ঘটনার সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন। যার জেরে পরবর্তীতে এই মামলার তদন্তভার স্থানীয় থানার বদলে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।
๊প্রসঙ্গত, ইউটিউবার সুভাক্কু শংকর নানা ইস্যুতে রাজ্যের শাসকদল ডিএমকে-র সমালোচনা করেন। তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এআইএডিএমকে, বিজেপি-সহ বিরোধীরা সরব হয়েছে। তারা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে।