মাসখানেক আগে মুম্বইয়ে আইসক্রিমের মধ্যে পাওয়া গিয়েছিল মানব আঙুল। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল মুম্বই সহ গোটা দেশে। আর এবাꦫর চকোলেটের মধ্যে পাওয়া গেল দাঁত। ঘটনাটি মধ্যপ্রদেশের খারগোনে। এক মহিলা একটি চকোলেটে কামড় দিতেই বেরিয়ে আসে চারটি দাঁত। তা দেখে কার্যত হতবাক হয়ে যান তিনি। এরপরে সেই ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। কীভাবে চকোলেটের ভিতরে দাঁত গেল? তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা। যদিও যে দাঁত উদ্ধার হয়েছে সে𓂃গুলি হল কৃত্রিম দাঁত।
আরও পড়ুন: আইসক্রিমে আঙুলের টুকরো, সংস্থার ইউনিট পরিদর্শন করে নমুনা সংগ্রহ করল FSSAI, FD💫A
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের খারগোনের বাসিন্দা ওই মহিলা একটি চকোলেটের ভিতরে চারটি নকল দাঁতের একটি সেট খুঁজে পান। জানা যায়🦩, ওই চকোলেটটি তিনি এক সন✃্তানের জন্মদিনে পেয়েছিলেন। মহিলার নাম মায়াদেবী গুপ্ত। তিনি জানান, ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কয়েকদিন পর তিনি চকোলেটটি খান। তখনই দাঁতের সেট খুঁজে পান তিনি।
মহিলা বলেন, ‘আমি একটি জনপ্রিয় ব্র্যান্ডের একটি কফি ফ্লেভারের চকোলেট খাচ্ছিলাম। চকোলেটটি খাওয়ার পর মুখে শক্ত কিছু অনুভব করি। কিন্তু, চকোলেট ভেবে আমি সেটি চিবানোর চেষ্টা করি। কিন্তু, যখন আমি বুঝতে পারি সেটি খুবই শক্ত তখন মুখ থেকে বের করতেই আমি হতবাক হয়ে যায়। আসলে সেগুলি হল চারটি নকল দাঁতের সেট। এমন ঘটনার পরেই কার্যত বমি বমি ভাব শুরু হয় মহিলার। এরপরেই তিনি খারগোনের জেলা খাদ্য নিরাপত্তা ও ড্রাগ বিভাগের কাছে গিয়ে এনিয়ে অভিযোগ জানানꦇ।