দক্ষিণের রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে পর পর বিজেপি নেতার দল ছাড়া ও শরিক এআইএডিএমকে-তে যোগ দেওয়া নিয়ে। এদিকে এক শরিক দল থেকে নেতারা ছেড়ে আরও এক শরিক দলে তাঁদের প্রবেশ নিয়ে বিজেপি ও এআইএডিএমকের সম্পর্ক ইস্যুতে বেশ কিছু প্রশ্ন উঠছে। যদিও জল্꧒পনায় জল ঢেলে এআইএডিএমকে বলছে, ‘বিজেপির সঙ্গে শরিকি জোটে কোনও সমস্যা নেই’।
উল্লেখ্য, এআইএডিএমকের সঙ্গে তামিল বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রবিবারের ঘটনাক্রম ঘিরে। সেই দিন তামিলনাড়ুর বিজেপির আইটি উইং প্রধান সিটিআর নির্মল কুমার অভিযোগ তুলেছেন দলেরই রাজ্য প্রধান কে আন্নামালাইকে ঘিরে। এরপরই নির্মল কুমার বিজেপি ছেড়ে যোগ দেন বিজেপির তামিল শরিক এআইএডিএমকে পার্টি। তখন থেকেই প্রশ্ন জাগে, যে তাহলে কি বিজেপি ও এআইএডিএমকের সম্পর্কে কোনও চিড় ধরল? এদিকে, বিজেপি ছেড়ে নির্মল কুমারের এআইএডিএকেতে প্রবেশের ঘটনা খুব একটা ভালোভাবে নেননি বিজেপির দ্বিতীয় সারিতে থাকা তামিল নেতারা। এদিকে, নির্মল কুমারের ঘটনার পর বহু বিজেপি নেতারাই আন্নামালাইয়ের বিরুদ্ধে গর্জে ওঠেন। এদিকে, আন্নামালাই বলছে, দ্রাবিড়ীয় পার্টি ‘আমাজদের পার্টি থেকে শিকার তুলছে মানে বুঝতে হবে তামিলনাড়ুতে বিজেপির বিস্তার হচ্ছে।’ এদিকে, এআইএডিএমকের এড্ডাপাডি পালানিস্বামীর কুশপুতল যে বিজেপি নেতারা সদ্য পুড়িয়ে দলত্যাগের প্রতিবাদ করেছেন, সেই বিজেপি নেতাদের দল থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হন এআইএডিএমকে নেতারা। ( উত্তরপূর্বে প্রবেশ ক꧒রা যেকোনও দলকেই মোদীকেই সমর্থন করতে হবে! বার্তা হিমন্তর)