অল ই𒈔ন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করার আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই আর্জি জানিয়েছিলেন। তবে এবার অমিত শাহের আর্জি খারিজ করে তাঁকে জবাব দিলেন ওয়াইসি। উত্তরপ্রদেশের হাপুড়ে তাঁর গাড়িতে হামলার পর জেড-শ্রেণির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এর প্রেক্ষিতে ওয়াইসি বলেন, ‘আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে বলেছেন। আমি তাঁকে বলতে চাই যে আমার জীবনের মূল্য ২২ জনের থেকে বেশি নয়। তাঁরা সিএএ বিরোধী প্রতিবাদের সময় মারা গিয়েছিলেন।’
ওয়াইসি এরপর আরও বলেন, ‘আমি আমার চারপাশে অস্ত্র নিয়ে মানুষ পছন্দ করি না,♍ আমি একটি মু⛦ক্ত পাখি, স্বাধীনভাবে বাঁচতে চাই।’ এর আগে ওয়াইসির উপর হামলার প্রেক্ষিতে রাজ্যসভায় বিবৃতি দেন অমিত শাহ।
শাহ জানান যে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া🍬 হলেও তা তিনি গ্রহণ করেননি। শাহ বলেন, ‘কেন্দ্র তাঁকে নিরাপত্তা প্রদানের নির𓃲্দেশ দিয়েছে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাই দিল্লি পুলিশ এবং তেলাঙ্গানা পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারেনি। দিল্লিতে তাঁকে বুলেট প্রুফ গাড়ি এবং নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমি তাঁকে অনুরোধ করতে চাই, যাতে দয়া করে তিনি নিরাপত্তা গ্রহণ করেন।’
এদিকে এদিকে ওয়াইসিকে খুনের চেষ্টার অভিযোগে দু’জ💟নকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সচিন এবং শুভম। তারা যথাক্রমে গৌতম বুদ্ধ নগর এবং সাহারানপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে যেꦑ হামলাকারীদের কাছ থেকে দু’টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় ব্যবহৃত একটি মারুতি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।