সোমবার রাতে দোহা থেকে মুম্বইয়ের উদ্দেশে প্রথম উড়ান এয়ার ইন্ডিয়া-ভিস্তারার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভিস্তার꧂ার বিমান চলাচলের দিন শেষ হওয়ার পরে🤡 এয়ার ইন্ডিয়া-ভিস্তারার এই ফ্লাইট।
'এআই ২♓২৮৬' নামের বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ৭ মিনিটে দোহা থেকে রওনা হয় এবং মঙ্গলবার স🐭কালে মুম্বইতে অবতরণ করে।
ফ্লাইটটি কেবল প্রথম ফ্লাইটই হবে না, এটা প্রথম আন্তর্জাতিক অপারেশনও হবে। ফ্লাইটের সময়কাল প্রায় 🅺তিন ঘন্টা।
মঙ্গলবার সকাল দেড়✤টা নাগাদ মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় তাঁদের প্রথম শিডিউল ফ্লাইট এআই২৯৮৪। এটি একﷺটি এ৩২০ বিমান ।
সংযুক্তিকরণের পর এয়ার ইন্ডিয়া পরিচালিত সমস্ত ভিস্তারা ফ্লাইটে 'এআই টু এক্স' কোড ব্যবহার করা হচ্ছে, যাতে বুকিংয়ে🍃র সময় যাত্রীরা ফ্লাইট শনাক্ত করতে পারেন।
টাটা গ্রুপের উভয় অংশই এয়ার ইন্ডিয়ার সাথে ভিস্তারার সংহতিকরণ দেশের অসামরিক বিমান পরিবহণ ♔ক্ষেত্রে একটি বড় সংহতিকরণকে চিহ্নিত করে।
ভিস্তারা টাটা গ্রুপ এবং সিঙ্গা♋✤পুর এয়ারলাইন্সের একটি যৌথ উদ্যোগ। সংযুক্তিকরণের পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে থাকবে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার যৌথ সংস্থায় ২৫.১ শতাংশ।