যে পণ্যবাহী জাহাজের ধাক্কায় বাল্টিমোরে ব্রিজ ভেঙে পড়েছে, সেটির ২২ জন কর্মীই হলেন ভারতীয়। মঙ্গলবার শিপ ম্যানেজমেন্ট সংস্থা সিনার্জ মেরিন গ্রুপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজে দুই পাইলট-সহ মোট ২২ জন কর্মী ছিলেন। তাঁদের সকলেই ভারতীয়। দুর্ঘটনার পরে সকলেরই খোঁজ পাওয়া গিয়েছে। কোনও চোট-আঘাতের খবর মেলেনি। আর দুর্ঘটনার ফলেꦗ জাহাজ থেকে কোনও সামগ্রী পড়ে গিয়ে দূষণের ঘটনা ঘটেনি বলে ওই শিপ ম্যানেজমেন্ট সংস্থার তরফে জানানো হয়েছে। তারইমধ্যে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরে জানিয়েছেন যে দুর্ঘটনার ঠিক আগে ওই পণ্যবাহী জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘোষণা করা হয়েছিল 'মেডে' (চূড়ান্ত বিপদের মুখে সাহায্যের আর্তি)। আর তারপরই ফ্রান্সি স্কট কি ব্রিজে ধাক্কা মেরেছিল পণ্যবাহী জাহাজ ডালি। তারইমধ্যে আধিকারিকরা জানিয়েছেন যে ব্রিজ ভেঙে পড়ার পর থেকে ছয়জন কর্মীর খোঁজ মিলছে না। যাঁরা সেইসময় ব্রিজে কাজ করছিলেন বলে অনুমান করছেন আধিকারিকরা।
আরও পড়ুন: Sonam Wangchuk: 'লড়াই�൩� থামবে না…' লাদাখে ২১ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
তবে দুর্ঘটনার সময় ব্রিজে ঠিক কতজন কাজ করছিলেন, তা এখন🐈ও স্পষ্ট নয়। পুরোটা নিয়ে ধোঁয়াশা আছেন। আধিকারিকরা জানিয়েছেন যে আপাতত দু'জনকে উদ্ধার করা হয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় যে একাধিক গাড়ি জলে পড়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রি꧑পোর্ট অনুযায়ী, ১৫ মিটার গভীরে জলে গাড়ির অস্তিত্ব মিলেছে। সংশ্লিষ্ট মহলের মতে, রাত ১ টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনা হওয়ায় বিপদ কম হয়েছে। নাহলে ব্রিজের উপর গাড়ি থাকত। প্রচুর প্রাণহানির আশঙ্কা ছিল বলে মনে করছেন আধিকারিকরা।
আরও পড়ুন: Pizza Benefits: আরও বেশি বেশি ♏করে খান পিৎজা, স্বাস্থ্য নাকি ভালো থাকবে এতে! জেনে নিন অদ্ভুত তথ্য
সেই ঘটনার পরে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কটচ বলেন, 'কখনও ভাবিনি যে স্বশরীর গিয়ে কি ব্রিজকে এরকম ভেঙে পড়ে থাকা অবস্থায় দেখব। দেখে মনে হচ্ছিল যে কোনও অ্যাকশন সিনেমার দৃশ্য দেখছি।'পুুরো ঘটনাটিকে অভাবনীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন বাল্টিমোরের মেয়র। যে ঘটনাটি ওয়াশিংটনের কাছেই ঘটেছে। সেই পরিস্থিতিতে ঘটনায় অন্য জঙ্গি-যোগ আছে কিনা, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।▨ যদিও তবে প্রাথমিকভাবে এমন কোনও প্রমাণ মেলেনি। মেরিল্যান্ডের মেয়র জানিয়েছেন যে সম্পূর্ণ 'এমার্জেন্সি' ঘোষণা করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছে এফবিআই আধিকারিকরাও। পুরো ঘটনাটি জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।
আরও পড়ুন: Para Swimmer Rimo Saha: উত্তাল সমুদ্র, কনকনে ঠা🥂ন্ডাꦡ জল, দক্ষিণ আফ্রিকায় সাঁতারে সফল কলকাতার তরুণ