বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হাল ধরেছেন মহম♏্মদ ইউনুস। কিন্তু সেই বাংলাদেশে এখন জিনিসপত্রের দাম একেবারে আকাশছোঁয়া। মহা সমস্যায় পড়ে গিয়েছেন সাধারণ। পেঁপে থেকে ডিম একেবারে হাত দেওয়া যাচ্ছে না। এদিকে ডিমের💙 দাম ক্রমশ বাড়ছে।
শনিবার পর্যন্ত বাংলাদেশে ডিম𒐪ের দাম ছিল একডজনের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। কলকাতায় যখন🍎 ডিমের ডজন ৭০ থেকে ৭৫ টাকা। তখন বাংলাদেশে ডিমের ডজন ১৮০ থেকে ১৯০ টাকা প্রতি ডজন।
এদিকে সূত্রের খবর, ভারত থেকে ডিম নিয়ে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। ভারত থেকে অন্তত চার কোটি ডিম নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার। তবে বাংলাদেশে রোজ অন্তত সাত কোটি ডিম লাগে। সেক্ষেত্রে চার কোটি ডিম দিয়ে কী হবে সেটাই বোঝা যাচ্ছে না।💝
তবে এবার বাংলাদে♔শে ডিমের দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাপ্লাই🥀 নেই তো, ডিম পাঁচ কোটি লাগে। ডিম কি মেশিন দিয়ে তৈরি করব? আড়ৎদাররা ডিম বন্ধ করে দিয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখা হচ্ছে বিষয়টি।