চারিদিকে ধ্বংসস্তূপ। রাস্তায় ইতিউতি পড়ে রয়েছে মৃতদেহ। নিথর সেই দেহের কাছে আসছে পথচলতি কুুকুর। খিদের জ্বালায় থাকা সেই সব কুকুর রাস্তায় পড়ে থাকা মৃতদেগুলিকে খেতে শুরু করছে। এই করুণ ছবি গাজার। যুদ্ধের নির্মম বাস্তবের ছবি ফ𓆏ুটে উঠেছে উত্তর গাজায়। এমনই দাবি গাজার ইমার্জেন্সি সার্ভিসেসের ফোয়ার্স আফানার। গাজায় ইমার্জেন্সি সার্ভিসেসের প্রধান ফেয়ার্স আফানা জানিয়েছেন, উত্তর গাজায় বেশ কিছু প্যালেস্তিন🐈ীয়র দেহ এমন অবস্থায় পাওয়া গিয়েছে, যেখানে পশুর আঁচড়ের দাগ রয়েছে মানুষের মৃতদেহে।
আফানা বলছেন, ‘পথ চলতি কুকুর, যার🀅া খুব ক্ষুধার্ত, তারা রাস্তায় পড়ে থাকা মানুষের মৃতদেহ খাচ্ছে। ফলে আমাদের পক্ষে মৃতদেহ খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে।’ তিনি জানিয়েছেন, ইজরায়েলের সেনা ‘যেখানেই প্রাণের চিহ্ন রয়েছে তা সব ধ্বংস করে দিচ্ছে।’ উত্তর গাজায় জাবালিয়া এলাকায় এমনই ঘটনা ঘটে গিয়েছে। ইজরায়েলের দাবি, জাবালিয়া এলাকায় হামাসের সদস্যরা ফের গোষ্ঠীবদ্ধ হচ্ছে। গত বছরে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর ছেকে পাল্টা সংহারে নামে ইজরায়েল। গাজা সেই যুদ্ধের মাঝে পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। 𓆏এক বছর পার করে মৃতদের সংখ্যা পার করে গিয়েছে ৪২ হাজার। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ৪২,৪০৯ জন। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগই নাগরিক। গাজা ভূখণ্ডে ৯৯,১৫৩ জন আহত হয়েছেন।
( Priyanka🎶-Wayanad: ভাই রাহুলের আসন থেকেই ভোট-রাজনীতিতে ইনিংস শুরু হচ্ছে প্রিয়াঙ্কার! উপনির্বাচনে প্রার্থী সোনি🍌য়া-কন্যা)