বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারই হবেন এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ। পাটনায় একটি অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বিহারের রূপান্তর💖ে নীতীশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেডিইউ এবং বিজেপি একসঙ্গে বিহারকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে।
আরও পড়ুন: ‘ভাং খেয়ে বিধান🌸সভায় আ൩সেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক অভিযোগ বিহারে, টিপ নিয়েও তোপ
চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। আসন্ন নির্বাচনে এনডিএ-র মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তাই নিয়ে আলোচনা চলছে জোটে। সেই আবহে পাটনার বাপু অডিটোরিয়ামে সমবায় বিভাগের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে নীতিশ কুমারকে জোটের মুখ্যমন্ত্রীর মুখ করার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ আশা✱ প্রকাশ করেছেন, ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে আবারও এনডিএ সরকার গঠন করবে। কেন্দ্র সরকার বিহারের আরও উন্নয়নের পথ প্রশস্ত করবে।
শাহ দাবি করেছেন, ২০২৫ সালে এনডিএ সরকার বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হবে। জেডিইউ এবং বিজেপি একসঙ্গে বিহারকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে যাবে। রাজনৈতিক মহলের মতে অমিত শাহ নীতিশকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইঙ🏅্গিত দিয়েছ🦂েন। তাছাড়া, বিজেপি এবং জেডিইউ-এর নেতারাও ইতিমধ্যেই নীতিশ কুমারের নেতৃত্বে ২০২৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন।
অনুষ্ঠানে আরজেডিকেও আক্রমণ করে শাহ। তিনি বলেন, বিহারে যখন লালু এবং রাবড়ি দেবীর সরকার ক্ষমতায় ছিল তখন জঙ্গলরাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই লোকেরা বিহারকে ধ্বংস করেছে। কিন্তু, এনডিএ সরকার গঠনের সঙ্গেসঙ্গেই বিজেপি এবং জেডিইউ মিলে বিহারের চেহারা বদলে দিয়েছে। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লালু-রাবড়ির শাসন কালে বিহার শুধু খুন, ডাকাতি, জাতিগত নিধন এবং দুর্নীতি দেখেছে। লালু যাদব পশুখাদ্য কেলেঙꦗ্কারি করে দেশ ও বিশ্বের দরবারে বিহারের নাম খারাপ করেছেন। নীতীশ কুমারের ২০ বছরে বিহারে অনেক পরিবর্তন এসেছে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী আরজেডি। দলের মুখপাত্র শক্তি সিং যাদব বলেছেন, বিজেপি তাদের বক্তৃতায় স্লোগান ব্যবহার করে যে নীতিশ কুমার পরের বার মুখ্যমন্ত্রী হচ্ছেন না।