পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশেষ বাজেট অধিবেশনের শেষ দুই দিনে দলের পক্ষ থেকে হুইপ জারি করা সত্ত্বেও গরহাজ♔ির ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক। দলীয় সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি একই যুক্তিতে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এবং কোচবিহার থেকে ২০২৪ সালে প্রথমবার জিতে সংসদে যাওয়া জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার বিরুদ্ধেও শাস্তꦛিমূলক ব্যবস্থা নেওয়া হবে?
এই প্রশ্ন উঠছেই। কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াকফ বিলের সংশোধনী লোকসভায় পেশ করার আগে যখন তা নিয়ে আলোচনা চলছে, সেই পর্বে সেখানে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এই তিন সাংসদ। লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপ𝓰াধ্যায় নিজেই এই তথ্য সামনে এনেছেন।
💛আনন্দবাজার পত্রিকা অনুসারে - এই তিন♑ তৃণমূল সাংসদের মধ্যে কেবলমাত্র দেবই নাকি নেতৃত্বকে জানিয়েছিলেন যে তিনি ওই দিন সংসদে উপস্থিত থাকতে পারবেন না। কারণ, তিনি ঝাড়খণ্ডে শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন। তবে, বাকি দু'জন তাঁদের অনুপস্থিতি নিয়ে দলকে কিছুই জানানি বলে দাবি সূত্রের।
সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, এ নিয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট তিন সাংসদের মোবাইলের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, একমাত্র জগদীশ ছাড়া বাকি দু'জনের পক্ষ থেকে শেষ পাওয়া খবর অনুসারে কোনও সাড়া মেলেনি। জগদীশ জানিয়েছেন, তিনি জানতেন না যে ওই দিন ওয়াকফ সং🦩শোধনী বিল নিয়ে আলোচনা করা হবে এবং বিলটি পেশ হবে! যদি তিনি আগে থেকে এটা জান💎তে পারতেন, তাহলে অবশ্যই সংসদে উপস্থিত থাকতেন। পারিবারিক কারণেই তিনি ওই সময় লোকসভায় হাজির থাকতে পারেনি বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রথমবারের এই সাংসদ।
এখানে প্রশ্ন উঠছে, ওয়াকফ সংশ꧙োধনী বিলের গুরুত্ব তৃণমূল কংগ্রেসের কাছে যে কতটা, সেটা কি আদৌ অনুধাবনই করতে পারেননি ওই তিন সাংসদ? বিশেষ করে এঁদের মধ্য়ে দু'জনই (দেব ও শতাব্দী) যেখানে দীর্ঘদিনের জনপ্রতিনিধি। সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, তিন সাংসদের এহেন আচরণে দলীয় নেতৃত্বের একাংশও🎀 নাকি ক্ষুব্ধ।
কিন্তু, বিধানসভার অনুপস্থিত বিধা෴য়কদের মতোই এই তিন গরহাজির সাংসদের বিরুদ্ধেও তৃণমূল নেতৃত্ব পদক্ষেপ করবে কিনা, সেটা আপাতত স্পষ্ট নয়। কারণ, তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলের চেয়ারপার্সন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় স্বয়ং। তাই, এই বিষয়ে যা করা হবে, তাঁর নির্দেশেই করা হবে।