ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2025) এর ম্যাচে দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দারাবদকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় টপ ফাইভে ঢুকে পড়ল কেকেআর। শুরুতে অবশ্য ঘরের মাঠে ধাক্কা খেয়েছিল নাইট রাইডার্স, কিন🐈্তু বেঙ্কটেশ আইয়ারের দুরন্ত পারফরমেন্স এবং অংকৃষ রঘুবংশীর ইনিংসে ভর দিয়েই ভালো স্কোরে পৌঁছে যায় নাইটরা। পাল্টা ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারেই সানরাইজার্স অলআউট হয়ে যায়।
ইডেনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। আশা করা হয়েছিল এত পিচ নিয়ে কথা বলার ওফর হয়ত পুরো অন্যরকম পিচ হবে, তবে💫 তেমন কিছু লক্ষ্য করা গেল না। শুরুর দিকে নতুন বলে নাইটদের ওপেনার ডি কক-কে ꦦ১ রানে ফেরালেন প্যাট কামিন্স। ৭ বলে ৭ রান করে সুনীল নারিন আউট হলেন মহম্মদ শামির বলে। এরপর অধিনায়ক রাহানে খেলার হাল ধরেন দলের কনিষ্ঠ সদস্য অংকৃষ রঘুবংশীর সঙ্গে।
চালিয়ে খেলেই ২৭ বলে ৩৮ রান করেন অধিনায়ক রাহানে। প্রথম ম্যাচে ইডেনেও তিনি ভালো ইনিংস খেলেছিলেন। সঙ্গে অংকৃষ পাল্টা আক্রমণ চালিয়ে গেলেন। মুম্বইয়ের এই ব্যাটার ৩২ বলে করলেন ৫০ রান। ত🅰াঁকে দুরন্ত ক্যাচে যদি হার্ষাল প্যাটেল সাজঘরে ফেরাতে না পারতেন, তাহলে কেকেআরের রান আরও বেশ খানিকটা বাড়তে পারত।
বেঙ্কি এবং রিঙ্কু রানে ফিরলেন
অবশ্য অংকৃষের আউট হওয়া পুষিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং। ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বেঙ্কি। রিঙ্কু সিং অনেকদিন পর ভালো ইনিংস খেললেন, করলেন ১৭ বলে ৩২ রান। বেঙ্কটেশ আইয়ার 𝔉২৯ বলে ৬০ রান🔯 করে আউট হলেন। সানরাইজার্সের বিরুদ্ধএ শেষ ২৯ বলে উঠল ৭৭ রান, তাতেই নাইটদের স্কোর পৌঁছাল ৬ উইকেটে ২০০ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ♛সানরাইজার্সকে আবারও ধাক্কা দিলেন বৈভব অরোরা। আইপিএল ২০২৪ এর ফাইনালে ট্র্যাভিস হেডকে নিজের ওভারের দ্বিতীয় বলে ফিরিয়েছিলেন বৈভব অরোরা, এবার এদিনের ম্যাচেও ইডেন গার্ডেন🐭্সে নিজের ওভারের দ্বিতীয় বলেই হেডকে ফেরালেন তিনি। হর্ষিত রানা নিলেন ক্যাচ।
রানা-বৈভবের ম্যাজিক
আরেক ওপেনার অভিষেক শর্মাকে ফেরাতে খুব বেশি সময় নেননি হর্ষিত রানা। ভার♉তীয় পেসারদের দিয়ে এদিন শুরু করে নাইটরা আরও ভালো বোলিং করল। ৬ বলে ২ রান করে আউট হলেনꦕ অভিষেক। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই মাত্র ২ রানে ইশান কিষানকে সাজঘরে ফেরালেন সেই বৈভব অরোরা। ৯ রানে ৩ উইকেট হারিয়েই সানারইজার্সের সূর্য কার্যত অস্ত যাওয়া শুরু হয়ে যায়।
বৈভবের দুরন্ত স্পেল
এরপর বিক্ষিপ্তভাবে হায়দরাবাদ ব্যাটাররা রান করলেন বটে, তবে কেকেআরের স্কোরের কাছাকাছি পৌঁছাতে পারলেন না। নীতীশ রেড্ডি করলেন ১৫ বলে ১৯ রান। ২০ বলে ২৭ রান করলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্দিস। ২১ বলে ৩৩ করে বৈভব অরোরার বোলিংয়ের আউট হলেন ক্লাসেন। ৪ ওভার বোলিং করে একটি মেডেন ওভারসহ ২৯ রান দিয়ে ৩ উ༒ইকেট নিলেন বৈভব। ক্লাসেন অবশ্য আগেও আউট হয়েছিলেন, কুইন্টন ডি কক আবেদন করলেও আম্পায়ার আউট দেননি, রাহানেও রিভিউ নেননি। পরে দেখা যায় প্রোটিয়া ব্যাটার আউট ছিলেন, কিন্তু তিনি বেঁচে যান।
কামিন্স করলেন ১৪, কিন্তু ওই সময় কাটানোর মতো। মানে অলআ❀উট হওয়া রুখতেই শেষদিকে লড়ল সানরাইজার্স হায়দারাবাদ। গতবার টানা নিজামের শহরের দলকে হারানোর পর এবারও ইডেনে তাঁদের হারিয়ে জয়ে ফিরল নাইটরা। আরও মজাদার বিষয় হল, ইডেনে এই ম্যাচে কোনও বিদেশি পেসার সেই অর্থে নেয়নি কেকেআর। মইন আলিকে নেওয়া হলেও তাঁকে সেভাবে ব্যবহারই করতে লাগল না। শে๊ষ পর্যন্ত বিশাল ৮০ রানে ম্যাচ জিতল কেকেআর। ১২০ রানেই অলআউট হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ।